১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সেরা ৫টি স্মার্টফোন পাওয়া যাচ্ছে আপনার বাজেটে

দেশ ও বিদেশ ভিত্তিক স্বনামধন্য টেক ব্র্যান্ডগুলি মিড-রেঞ্জ সেগমেন্টের অধীনে, অ্যাডভান্স ফিচারে সমৃদ্ধ একাধিক স্মার্টফোন...
SUPARNA 17 May 2022 2:15 PM IST

দেশ ও বিদেশ ভিত্তিক স্বনামধন্য টেক ব্র্যান্ডগুলি মিড-রেঞ্জ সেগমেন্টের অধীনে, অ্যাডভান্স ফিচারে সমৃদ্ধ একাধিক স্মার্টফোন অফার লঞ্চ করেছে। ফলে, আপনি যদি ৩০,০০০ টাকা বা তার কম বাজেটে একটি ভালো স্মার্টফোন কিনতে চান, তবে আজ আমরা ভারতের বাজারে উপলব্ধ সেরা ৫টি মিড-রেঞ্জের স্মার্টফোনের খোঁজ দেব। এই তালিকায় - Xiaomi 11i Hypercharge 5G, Xiaomi Mi 11X 5G, Realme 9 Pro+ 5G, Realme GT Master Edition এবং Samsung Galaxy A52 সামিল আছে। উল্লেখিত প্রত্যেকটি হ্যান্ডসেটেই আপনারা ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ বিদ্যমান পেয়ে যাবেন। এছাড়া উন্নত ডিসপ্লে প্যানেল, ক্যামেরা ফ্রন্ট এবং শক্তিশালী ব্যাটারি তো পাবেনই। তাহলে চলুন ৩০,০০০ টাকার বাজেটে উপলব্ধ সেরা স্মার্টফোনগুলির দাম, লভ্যতা ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

৩০,০০০ টাকার নিচে উপলব্ধ স্মার্টফোনের তালিকা

Xiaomi 11i Hypercharge 5G : শাওমি ১১আই হাইপারচার্জ ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন সহ একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১২০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। শাওমির এই ফোনটি ৬এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ৫জি প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ এনহ্যান্সড এডিশন কাস্টম স্কিন পাওয়া যাবে। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ডুয়েল ISO সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (HM2), ১২০° ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার ডিসপ্লের পাঞ্চ হোলের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য, শাওমি ১১আই হাইপারচার্জ ৫জি ফোনে ১২০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে।

দাম : ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে Xiaomi 11i Hypercharge 5G ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনকে ২৬,৯৯৯ টাকায় কেনা যাবে।

Xiaomi Mi 11X 5G : এমআই ১১এক্স ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬৭ ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ১,৩০০ নিট পিক ব্রাইটনেস এবং HDR10 সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে শক্তিশালী স্ম্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম স্কিনে চলে। ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল টেলি-ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এতে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শ্যুটারও রয়েছে। শাওমির এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৫২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর ধুলো এবং জল থেকে এই হ্যান্ডসেটটি যাতে সুরক্ষিত থাকে তার জন্য এটিকে IP53 প্রোটেকশন সহ নিয়ে আসা হয়েছে।

দাম : ফ্লিপকার্টের মাধ্যমে Xiaomi Mi 11X 5G ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে কিনতে ২৬,৮৯৯ টাকা খরচ করতে হবে।

Realme 9 Pro+ 5G : রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) সুপার AMOLED ডিসপ্লে দেখা যাবে, যার এসপেক্ট রেশিও ২০:৯, টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ডিসপ্লেকে ২.৫ডি (2.5D) কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ নিয়ে আসা হয়েছে। রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ফোনকে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ অক্টা-কোর প্রসেসর এবং মালি-জি৬৮ এমসি৪ জিপিইউ (Mali-G68 MC4 GPU) এর সাথে নিয়ে আসা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) ইউজার ইন্টারফেসে রান করে। উক্ত ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার। আবার ডিভাইসটির সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে। রিয়েলমি ৯ প্রো+ ৫জি ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬০ ওয়াট সুপারডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

দাম : রিয়েলমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে, Realme 9 Pro+ 5G স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনকে ২৪,৯৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে।

Realme GT Master Edition : স্যুটকেস সারফেস অনুপ্রাণিত ‘horizontal grid’ স্টাইল ডিজাইনের সাথে আসা রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ। উক্ত ফোনে, ২.৪ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা-কোর কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ (Realme UI 2.0) কাস্টম ওএস চালিত। ক্যামেরা ফ্রন্টের কথা বললে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা (৬৪+৮+২ মেগাপিক্সেল) সেটআপ এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ গ্রেডের এই স্মার্টফোনে, ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম : ফ্লিপকার্টে, Realme GT Master Edition ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ২৬,০৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে।

Samsung Galaxy A52 : স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৪জি ফোনে রয়েছে কর্নি গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৩.১ কাস্টস ওএস দ্বারা চালিত। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, উক্ত ফোনের পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। এগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এ৫২ ফোনে আছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

দাম : ই-কমার্স সাইট ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, Samsung Galaxy A52 ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ২৩,৯৯৯ টাকা।

Show Full Article
Next Story