9000 টাকার মধ্যে সেরা 3 স্মার্টফোন, কম বাজেটে পুষ্টিকর ফিচার

ভালো পারফরম্যান্সের জন্য রেডমির এই Redmi A4 5G ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 4s জেন 2 চিপ এবং 4 জিবি র‌্যাম। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং আরও ভাল ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে।

Puja Mondal 28 Dec 2024 8:21 AM IST

আপনি যদি কম বাজেটে নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে 9,000 টাকার মধ্যে দুর্দান্ত কয়েকটি ডিভাইসের সন্ধান পাবেন এখানে। অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে ফোনগুলি এখন বিশেষ অফার সহ তালিকাভুক্ত রয়েছে। হাই-রিফ্রেশ রেটের বড় ডিসপ্লে থেকে শুরু করে শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে এই স্মার্টফোনগুলিতে। আসুন এই ডিভাইসগুলির নাম ও দাম জেনে নেওয়া যাক।

Lava Yuva 5G

Lava -র এই ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ 6.52-ইঞ্চি HD+ IPS ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য, এতে 50 মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য, এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 18W চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ, ওয়াইফাই, 3.5 মিমি অডিও জ্যাক, ডুয়াল সিম স্লট, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো অপশন উপলব্ধ। এর দাম 8,689 টাকা।

Redmi A4 5G

ভালো পারফরম্যান্সের জন্য রেডমির এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 4s জেন 2 চিপ এবং 4 জিবি র‌্যাম। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং আরও ভাল ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে। দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য, এতে 5160mAh ব্যাটারি পাওয়া যাবে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও বর্তমান। 64 জিবি স্টোরেজ সহ আসা ফোনটির দাম 8,498 টাকা।

itel P55 5G

এই বাজেট ফোনে ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল রিয়ার ক্যামেরা এবং পাওয়ারফুল 5000mAh ব্যাটারি। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর দ্বারা চালিত এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 64 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসা ডিভাইসটির দাম 7,999 টাকা।

Show Full Article
Next Story