Apple A16 প্রসেসরের কাছে হেরে গেল কোয়ালকমের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট Snapdragon 8 Gen 2

কোয়ালকম সম্প্রতি Snapdragon 8 Gen 2 প্রসেসর লঞ্চ করেছে। কোয়ালকম দাবি করেছে যে এটি পূর্বসূরি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এর...
PUJA 18 Nov 2022 2:38 PM IST

কোয়ালকম সম্প্রতি Snapdragon 8 Gen 2 প্রসেসর লঞ্চ করেছে। কোয়ালকম দাবি করেছে যে এটি পূর্বসূরি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এর চেয়ে ৪০ শতাংশ দ্রুত। এই বছরের শেষের দিকে বা ২০২৩ সালের প্রথম দিকে লঞ্চ হতে চলা ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ সহ প্রসেসর থাকবে। তবে নতুন এই প্রসেসর লঞ্চ হতেই এর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসলে নয়া এক রিপোর্টে দাবি করা হয়েছে যে, Snapdragon 8 Gen 2 এবছর আসা Apple A16 Bionic চিপসেটের মতো অতো শক্তিশালী নয়। উল্লেখ্য, অ্যাপল এই প্রসেসর সহ iPhone 14 Pro, iPhone 14 Pro Max লঞ্চ করেছে।

কোয়ালকম তাদের নয়া প্রসেসর নিয়ে দাবি করেছে যে এতে গেমিংয়ের জন্য রিয়েল-টাইম ট্রেসিং রয়েছে। এছাড়া এই চিপসেটের সাথে ২০০ মেগাপিক্সেল পর্যন্ত স্যামসাং আইসোসেল এইচপি৩ সেন্সর সাপোর্ট করে, যদিও এই প্রসেসরের অফিসিয়াল বেঞ্চমার্কিং স্কোর এখনো প্রকাশ করা হয়নি। তবে V2227Awas মডেল নম্বরসহ বেঞ্চমার্ক সাইটে একটি ভিভো ফোন কে দেখা গেছে। মনে করা হচ্ছে, এই ফোনটি ভিভো এক্স৯০ প্রো+ এবং এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে।

এই ফোনটি গিকবেঞ্চে সিঙ্গেল কোর টেস্টে ১,৪৮৩ পয়েন্ট এবং মাল্টিকোর টেস্টে ৪,৭০৯ পয়েন্ট পেয়েছে। যেখানে অ্যাপল এ১৬ বায়োনিক চিপসেটসহ আইফোন ১৪ প্রো সিঙ্গেলকোরে ১,৮৭৪ পয়েন্ট এবং গিকবেঞ্চে মাল্টিকোরে ৫,৩৭২ পয়েন্ট অর্জন করেছে।

উল্লেখ্য, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট টিএসএমসি-র ৪ এনএম আর্কিটেকচারের উপর নির্মিত এবং একই আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এ১৬ বায়োনিক। স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরে কর্টেক্স-এক্স ৩ সিপিইউ কোরের সাথে ৩.২ গিগাহার্টজ ক্লক স্পিড রয়েছে। এছাড়া চারটি কর্টেক্স-এ৭১৫ কোরের স্পিড ২.৮ গিগাহাটর্জ এবং তিনটি কর্টেক্স-এ৫১০ কোরের স্পিড ২.০ গিগাহাটর্জ।

Show Full Article
Next Story