অ্যাপ খুলবে মাখনের মতো, গেমিং হবে হ্যাং-ফ্রি, Snapdragon 8 Gen 3 প্রসেসর দেখাবে কামাল

কোয়ালকম (Qualcomm) তাদের পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন চিপসেট, Snapdragon 8 Gen 3-এর লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং...
Ananya Sarkar 29 April 2023 8:36 PM IST

কোয়ালকম (Qualcomm) তাদের পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন চিপসেট, Snapdragon 8 Gen 3-এর লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং প্রযুক্তি মহলে এটিকে নিয়ে বর্তমানে জল্পনা তুঙ্গে। গত বছর তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC) দ্বারা Snapdragon 8-সিরিজের চিপগুলির সফল উৎপাদনের পর, কর্মক্ষমতা এবং শক্তি দক্ষতা আগের থেকে অনেক উন্নত হয়েছে। আর কোম্পানির সাম্প্রতিকতম Snapdragon 8 Gen 2 প্রসেসরটি ফ্ল্যাগশিপ মার্কেটে সিরিজটির জনপ্রিয়তা আরও বৃদ্ধি করেছে। আসুন তাহলে এই চিপসেটের উত্তরসূরি হিসাবে Snapdragon 8 Gen 3 কোন কোন বিভাগে উন্নতি অফার করতে চলেছে, জেনে নেওয়া যাক।

Snapdragon 8 Gen 3 হাই ক্লক স্পিড এবং আপগ্রেডেড জিপিইউ সহ আসতে পারে বাজারে

পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এখন বিকাশের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কোয়ালকমের কিছু মূল অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM)-পার্টনাররা এন্ড-ইউজার ফোন ডিজাইন করার জন্য চিপসেটটির প্রাইমারি ইঞ্জিনিয়ারিং স্যাম্পল পেয়েছেন বলে জানা গেছে। স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-এর সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে একটি হল এর নতুন সিপিইউ আর্কিটেকচার।

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, এতে প্রথমবারের জন্য একটি ১+৫+২ আর্কিটেকচার থাকবে, নতুন ডিজাইনে SM8650 মডেল নম্বর সহ একটি প্রাইম কোর, পাঁচটি বড় কোর এবং দুটি ছোট কোর থাকবে। এই নতুন আর্কিটেকচারটি একটি ছোট কোরকে একটি বড় কোরের সাথে প্রতিস্থাপন করে, যা স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর ১+৪+৩ আর্কিটেকচারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কর্মক্ষমতা বৃদ্ধি করবে।

এছাড়াও, পূর্ববর্তী কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-এর পৃথক বড় কোরটি উন্নত কর্টেক্স-এক্স৪-এ আপগ্রেড করা হবে, যার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ৩.৭ গিগাহার্টজ। এটিও স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর ৩.৩৬ গিগাহার্টজের থেকে একটি উল্লেখযোগ্য উন্নতি। আবার, এতে গ্রাফিক্সের জন্য থাকবে আপগ্রেডেড অ্যাড্রেনো ৭৫০ জিপিইউ।

সম্ভবত, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-ই নতুন Snapdragon 8 Gen 3 চিপটি নির্মাণ করবে। এর প্রসেস টেকনোলজি এন৪ (N4) থেকে এন৪পি (N4P)-তে আপগ্রেড করা হচ্ছে। যদিও এটি আরও উন্নত এন৩ (N3) প্রসেস টেকনোলজি ব্যবহার করে না, তবে এন৪পি প্রসেস এন৪-এর তুলনায় কর্মক্ষমতা ৬% উন্নত করতে সক্ষম হবে। এছাড়া, এন৪পি মাস্কের স্তরগুলির সংখ্যা হ্রাস করে, প্রক্রিয়াটিকে সরল করে এবং চিপ উৎপাদন চক্রকে ত্বরান্বিত করে, যা এটিকে এন৩-এর তুলনায় আরও কস্ট-এফেক্টিভ এবং এফিশিয়েন্ট করে তোলে।

মনে করা হচ্ছে, উন্নত আর্কিটেকচার এবং প্রসেস টেকনোলজির সাথে, Snapdragon 8 Gen 3 আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে প্রায় ১.৫ মিলিয়ন বা ১৫ লক্ষ পয়েন্ট অর্জন করবে। তাই বোঝাই যাচ্ছে, এই পরিমাণ স্কোরের সাথে চিপসেটটি ব্যবহারকারীদের মসৃণ এবং আরও প্রতিক্রিয়াশীল অভিজ্ঞতা প্রদান করবে, বিশেষ করে চাহিদাপূর্ণ অ্যাপ্লিকেশন পরিচালনা করা এবং গেম খেলার সময়।

উল্লেখ্য, শাওমি (Xiaomi), ওয়ানপ্লাস (OnePlus) এবং ভিভো (Vivo)-এর মতো স্মার্টফোন নির্মাতারা Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত প্রথম ফোন বাজারে আনার পরিকল্পনা করছে। এবার কে সফল হয়, তা-ই এখন দেখার। এদিকে, চিপসেট মেকার মিডিয়াটেক (MediaTek)-ও স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ চিপগুলির সঙ্গে প্রতিযোগিতা করার জন্য তাদের আসন্ন ফ্ল্যাগশিপ চিপসেট ডাইমেনসিটি ৯২০০+ প্রসেসরটি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে৷

Show Full Article
Next Story