পিছিয়ে গেল Sony Xperia 5 VI ফোনের লঞ্চ, কারণ জানলে আপনি খুশি হবেন

চলতি বছরের শুরুতে Sony গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল Xperia 1 VI ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও Xperia 10 VI মিড রেঞ্জ ফোন। এরপর...
ANKITA 14 Sept 2024 4:43 PM IST

চলতি বছরের শুরুতে Sony গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল Xperia 1 VI ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও Xperia 10 VI মিড রেঞ্জ ফোন। এরপর শোনা যাচ্ছিল সংস্থাটি Xperia 5 VI নামের প্রিমিয়াম ফোনের উপর কাজ শুরু করেছে। তবে জাপানের মিডিয়ার তরফে বলা হয়েছে যে, Sony Xperia 5 VI এই মুহূর্তে লঞ্চ হচ্ছে না। ব্র্যান্ডটি ফোনটির লঞ্চ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে চাইছে বলে জানা গেছে।

রিপোর্ট অনুযায়ী, Sony চাইছে তাদের প্রিমিয়াম ডিভাইসগুলিতে বড় ডিসপ্লে ব্যবহার করতে। যদিও এর আগে কেস প্রস্তুতকারক একটি সংস্থা জানিয়েছিল যে, আসন্ন ফোনটি ডেভেলপমেন্টের পর্যায়ে আছে এবং তারাও সনির থেকে গ্রিন সিগন্যাল পেলে কেস তৈরি শুরু করবে। যদিও এখন নয়া রিপোর্টকে বিশ্বাস করলে বলা যায়, সনি কেস প্রস্তুতকারক সংস্থাকে গ্রিন সিগন্যাল দেয়নি।

আরও পড়ুন: BSNL 5G এর অপেক্ষা শেষ, কেন্দ্রীয় মন্ত্রী দিল গ্রিন সিগন্যাল, ১ লক্ষ টাওয়ার বসাতে সাহায্য করবে TATA

মূলত বাজারের অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেই সনি এমন সিদ্ধান্ত নিতে পারে। কারণ Apple থেকে‌ Samsung, সবাই তাদের ফোনে বড় ডিসপ্লে ব্যবহার করছে। আর ক্রেতাদের মধ্যেও বড় ডিসপ্লের চাহিদা বেড়েছে। কারণ এখন প্রায় সবাই বিভিন্ন ওটিটি অ্যাপের মাধ্যমে নানা ধরনের কনটেন্ট দেখে থাকেন। ফলে বড় ডিসপ্লে সহ ফোন আনলে ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে সনি। এই পরিস্থিতিতে Sony Xperia 5 VI ঠিক কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

আরও পড়ুন: Top Budget Cars: সেরা মাইলেজ, দাম কম, দেশের সবচেয়ে সস্তা গাড়ি কোনগুলি জানেন

এদিকে জানিয়ে রাখি, Sony নতুন তিনটি স্মার্টফোনের উপর কাজ করছে। এদের মডেল নম্বর - PM-1502 BV, PM-1503 BV, PM 1504 BV। ডিভাইসগুলিকে ইতিমধ্যেই আইএমইআই ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। যদিও এদের স্পেসিফিকেশন এখনও জানা যায়নি।

Show Full Article
Next Story