দুর্ধর্ষ ক্যামেরার জন্য পরিচিত Sony Xperia সিরিজের স্মার্টফোন এখনই বন্ধ হচ্ছে না

সনি (Sony) তাদের দুর্ধর্ষ ক্যামেরার জন্য পরিচিত স্মার্টফোন সিরিজ, Xperia 5 বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জল্পনা...
Ananya Sarkar 21 March 2024 3:03 PM IST

সনি (Sony) তাদের দুর্ধর্ষ ক্যামেরার জন্য পরিচিত স্মার্টফোন সিরিজ, Xperia 5 বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জল্পনা শোনা যাচ্ছে। সম্প্রতি এক চীনা টিপস্টার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে "Xperia 5 সিরিজ, আরআইপি 2024" কথাটিও লেখেন, যা ইঙ্গিত করছে যে এই সিরিজের আর কোনও ফোন মার্কেটে আসবে না। তবে তিনি তার দাবিকে সমর্থন করতে পারে, এমন আর কোনও কারণ বা প্রমাণ দেননি। কিন্তু এখন এইসব জল্পনাকে নস্যাৎ করে আপকামিং Sony Xperia 5 VI ফোনের প্রোটেক্টিভ কেসের লাইভ ইমেজ প্রকাশ্যে এসেছে, যা শুধুমাত্র এর ডিজাইন সম্পর্কেই ইঙ্গিত দেয় না, তার সাথে এটিও নিশ্চিত করে জাপানি সংস্থাটি প্রকৃতপক্ষেই এই মডেলটির ওপর কাজ করছে এবং অদূর ভবিষ্যতে ফোনটি বাজারে পা রাখতে পারে।

ফাঁস হল Xperia 5 VI প্রোটেক্টিভ কেসের লাইভ ইমেজ

এক চীনা টিপস্টার সনি এক্সপেরিয়া 1 ভিআই এবং এক্সপেরিয়া 5 ভিআই-এর প্রোটেক্টিভ কেসের ফটোগুলি শেয়ার করেছেন, যা চীনের একটি অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি হচ্ছিল৷ উল্লেখযোগ্যভাবে, সনি এক্সপেরিয়া 5 ভিআই-এর কেসের নীচে ডানদিকে ডেডিকেটেড টু-স্টেজ ক্যামেরা শাটার বাটনের জন্য কোনও কাটআউট নেই। কেসটিতে যদি কোনও ভুল না থাকে, তাহলে অনুমান করা যায় নতুন ফোনে এই বাটনটি থাকবে না। এছাড়া, এক্সপেরিয়া 5 ভিআই-এর কেসটি ক্যামেরার জন্য গত বছরের মডেলের মতো একইরকম কাটআউট প্রদর্শন করেছে, যার মধ্যে প্রাইমারি এবং আল্ট্রাওয়াইড লেন্স সহ ডুয়েল ক্যামেরা মিলবে।

পূর্বসূরি সনি এক্সপেরিয়া 5 ভি সম্পর্কে বললে, এতে একটি 48 মেগাপিক্সেলের 24 মিলিমিটারের 1/1.35 ইঞ্চির প্রাইমারি সেন্সর এবং ওয়াইড অ্যাঙ্গেল শটের জন্য একটি 12 মেগাপিক্সেলের 16 মিমি 1/1.25 ইঞ্চির সেন্সর উপস্থিত রয়েছে। উল্লেখযোগ্যভাবে, 2019 সালে লঞ্চ হওয়া প্রথম Xperia 5 সহ Xperia 5 সিরিজের অধিকাংশ মডেলেই একটি টেলিফটো সেন্সর ছিল।

জানিয়ে রাখি, Sony Xperia 5 VI-এর আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হবে সম্ভবত পুনর্গঠিত অ্যাসপেক্ট রেশিও। সনি তাদের নতুন স্মার্টফোন মডেলগুলিতে আইকনিক 21:9 অ্যাসপেক্ট রেশিও থেকে সরে এসে 19.5:9 রেশিও ব্যবহার করবে বলে আগেই একটি রিপোর্টে দাবি করা হয়েছে। Xperia 5 সিরিজের সমস্ত ডিভাইসে এখনও পর্যন্ত 1,080 x 2,560 পিক্সেলের রেজোলিউশন সহ লম্বা ওলেড (OLED) ডিসপ্লে প্যানেল দেখা গেছে, যা অবশেষে নতুন Sony Xperia 5 VI-এর সাথে পরিবর্তিত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সম্ভবত এক হাতে ব্যবহারের ক্ষেত্রে ফোনটিকে আরও কিছুটা অ্যাক্সেসযোগ্য করে তুলতে এবং আরও বৃহত্তর গ্রাহকদের কাছে আবেদন করতে সনি এই সিদ্ধান্ত নিয়েছে।

Show Full Article
Next Story