Sony Lytia LYT-900: ফোনেই উঠবে DSLR সমান ছবি, সনি আনল দুর্ধর্ষ ক্যামেরা সেন্সর

ইলেকট্রনিক্সের বিভিন্ন সেগমেন্টে জাপান-ভিত্তিক প্রযুক্তি সংস্থা সনি (Sony)-এর প্রোডাক্ট দেখতে পাওয়া যায়। তবে...
Ananya Sarkar 11 Dec 2023 8:37 PM IST

ইলেকট্রনিক্সের বিভিন্ন সেগমেন্টে জাপান-ভিত্তিক প্রযুক্তি সংস্থা সনি (Sony)-এর প্রোডাক্ট দেখতে পাওয়া যায়। তবে ভিজ্যুয়াল এবং অপটিক্সের সাথে যুক্ত সনি ডিভাইসগুলি বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয়, বিশেষত তাদের ক্যামেরা সেন্সরগুলি। একাধিক শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা তাদের ফোনে ক্যামেরা সেটআপের জন্য সনির সেন্সরগুলির ওপর নির্ভর করে। কোম্পানিটি এবার একটি হাই-এন্ড ক্যামেরা সেন্সর নিয়ে বাজারে হাজির হয়েছে, এর নাম Sony Lytia LYT-900৷ যদিও এখনও সনির পক্ষ থেকে নতুন সেন্সারটির বিবরণ সহ প্রেস রিলিজ প্রকাশ করা হয়নি, তবে অফিসিয়াল Sony Lytia ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) হ্যান্ডেলে শেয়ার করা বিশদ তথ্য এর স্পেসিফিকেশনগুলির আভাস দেয়। আসুন Lytia LYT-900 সেন্সরের বিশেষত্বগুলি জেনে নেওয়া যাক।

লঞ্চ হল Sony Lytia LYT-900 ক্যামেরা সেন্সর

সনি লাইটিয়া এলওয়াইটি-৯০০ সনির এলওয়াইটি সিরিজের ক্যামেরা সেন্সরগুলির মধ্যে টপ-অফ-দ্য-লাইন মডেল হিসাবে এসেছে। এটি ১.৬ মাইক্রোমিটার (μm) পরিমাপের পৃথক পিক্সেল সহ ৫০ মেগাপিক্সেল রেজোলিউশনের এক-ইঞ্চি সেন্সর। নির্দিষ্টভাবে, এই সেন্সরের আকার ১৬.৩৮৪ মিলিমিটার (তির্যকভাবে)।

এরসাথে জানা গেছে, সনি এলওয়াইটি-৯০০ স্ট্যাকড সিএমওএস (CMOS) প্রযুক্তিও ব্যবহার করে, অর্থাৎ এটির দুটি আলাদা স্তর রয়েছে - একটি ট্রানজিস্টরের জন্য এবং আরেকটি ফটোডিওডের জন্য। এটি আকারে বড় ডায়োডের অনুমতি দেয়, যা আরও বেশি আলো ক্যাপচার করে, বিশেষ করে কম-আলোর পরিস্থিতিতে ব্যতিক্রমী গুণমানের ছবি অফার করতে পারে। শোনা যাচ্ছে যে, এলওয়াইটি-৯০০ হল শাওমি ১৩ আল্ট্রা এবং ভিভো এক্স৯০ প্রো-এর মতো শীর্ষ-স্তরের ডিভাইসগুলিতে ব্যবহৃত বিদ্যমান সনি আইএমএক্স৯৮৯ সেন্সরের একটি সংশোধিত সংস্করণ৷

Sony Lytia LYT-900 সেন্সর প্রথম কোন স্মার্টফোনের সাথে বাজারে আত্মপ্রকাশ করবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে যে, এটি সর্বপ্রথম Oppo Find X7 Pro-এ ব্যবহৃত হবে৷ আগামী বছর জানুয়ারি মাসে Find X7-এর সাথে বাজারে আসতে চলা Find X7 Pro মডেলটি LYT-900 প্রাইমারি সেন্সর সহ আকষর্ণীয় কোয়াড-ক্যামেরা সেটআপ অফার করবে। এটি একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x এবং ৬x অপটিক্যাল জুম সহ দুটি টেলিফটো লেন্সের সাথে যুক্ত থাকবে।

এছাড়া, Sony LYT-900 সেন্সর Xiaomi 14 Ultra এবং Vivo X100 Pro+ এও ব্যবহৃত হবে বলে শোনা যাচ্ছে। যদিও এই শাওমি ফ্ল্যাগশিপটি Xiaomi Pad 7 এবং Xiaomi Mix Flip-এর পাশাপাশি এপ্রিল মাসে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, তবে Vivo X100 Pro+ এর বাজারে আসতে কিছু দেরি হতে পারে। এটি আগামী বছরের প্রথমার্ধের শেষের দিকে উন্মোচিত হতে পারে। উৎকৃষ্টতার ক্ষেত্রে, LYT-900-এর পরেই রয়েছে LYT-800 সেন্সর, যেটিকে সম্প্রতি প্রকাশিত একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দেখা গেছে, যার মধ্যে রয়েছে OnePlus 12 এবং Realme GT 5 Pro।

Show Full Article
Next Story