Sony WI-C100: ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম সহ সনি আনল নয়া ইয়ারফোন, দাম সাধ্যের মধ্যে

এবার ভারতীয় বাজারে পা রাখল জনপ্রিয় Sony-র এন্ট্রি লেভেল নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন, যার নাম Sony WI-C100। এই ইয়ারফোনটি ডলবি অ্যাটমস সাপোর্ট করার পাশাপাশি গুগল ফাস্ট…

এবার ভারতীয় বাজারে পা রাখল জনপ্রিয় Sony-র এন্ট্রি লেভেল নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন, যার নাম Sony WI-C100। এই ইয়ারফোনটি ডলবি অ্যাটমস সাপোর্ট করার পাশাপাশি গুগল ফাস্ট পেয়ারিং ফিচার সহ এসেছে। তাই খুব সহজেই নিকটবর্তী ডিভাইসের সঙ্গে এটি যুক্ত হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Sony WI-C100 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Sony WI-C100 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Sony WI-C100 ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ২,৭৯০ টাকা। তবে প্রারম্ভিক অফারে এখন এটি পাওয়া যাচ্ছে ১,৬৯৯ টাকায়। দেশের জনপ্রিয় ই-কমার্স সাইটগুলো ছাড়াও নিজস্ব মাল্টি ব্র্যান্ড ইলেকট্রনিক্স স্টোর এবং সংস্থার নিজস্ব অনলাইন পোর্টাল ShopAtSC থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ইয়ারফোন।

Sony WI-C100 ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Sony WI-C100 ইয়ারফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এতে ব্যবহৃত হয়েছে ৯ এমএম ডায়নামিক ড্রাইভার এবং এর ফ্রিকোয়েন্সি রেসপন্স রেঞ্জ কুড়ি থেকে কুড়ি হাজার হার্টজ। তাছাড়া এই ইয়ারফোনে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি উপলব্ধ, যা এএসি এবং এসবিসি ব্লুটুথ কোডেক সাপোর্ট করবে।

আবার ইয়ারফোনটি অ্যাটমস সাউন্ড কোয়ালিটি অফার করতে সক্ষম। তাছাড়া এটি সনির নিজস্ব ৩৬০ রিয়ালিটি অডিও এবং গুগল ফার্স্ট পেয়ার সাপোর্ট করবে। সনি হেডফোনস কানেক্ট অ্যাপের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা যাবে।

নতুন Sony WI-C100 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, একবার চার্জে ইয়ারফোনটি ২৫ ঘন্টা পর্যন্ত রানটাইম অফার করবে। তদুপরি, এর ইনলাইন রিমোট ব্যবহারকারীকে মিউজিক প্লে, ভলিউম এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। উপরন্তু ইন ক্যানেল ডিজাইনে আসা এই ইয়ারফোনটি প্যাসিভ নয়েজ আইসোলেশন ফিচার অফার করতে সক্ষম। সর্বোপরি, জল থেকে সুরক্ষা দিতে হেডসেটটি IPX4 রেটিং প্রাপ্ত।