পেরিস্কোপ ক্যামেরার সাথে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, Sony Xperia 1 V বাজারে সাড়া ফেলতে আসছে
আগামী ২৭শে ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে চলেছে 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩' (MWC 2023) ইভেন্ট। আর এই...আগামী ২৭শে ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে চলেছে 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩' (MWC 2023) ইভেন্ট। আর এই জনপ্রিয় বার্ষিকী টেক ট্রেড শো ইভেন্ট চলাকালীনই হয়তো Sony তাদের লেটেস্ট Xperia 1 V স্মার্টফোন উন্মোচন করবে। যদিও আমরা এখুনি হলফ করে বলছে পারছি না যে এই তথ্য ১০০ শতাংশ সত্যি। তবে ডিভাইসটি যে শীঘ্রই লঞ্চের মুখ দেখবে তা নিশ্চিত। কারণ ফোনটি সম্পর্কে একের পর এক তথ্য সামনে আসছে। আজ আবার Sony Xperia 1 V স্মার্টফোনের রিয়ার প্যানেল ছবি অনলাইনে ফাঁস হয়েছে। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
আনুষ্ঠানিক লঞ্চের আগে ফাঁস হল Sony Xperia 1 V স্মার্টফোনের রিয়ার প্যানেলের ডিজাইন
সদ্য লিক হওয়া ছবি অনুসারে, আপকামিং সনি এক্সপেরিয়া ১ ৫ স্মার্টফোনের রিয়ার ক্যামেরা সেটআপ জেইস (Zeiss) দ্বারা ডেভেলপ হবে। আমরা যদি পূর্বসূরি সনি এক্সপেরিয়া ১ ৪ (Sony Xperia 1 IV) মডেলের সাথে তুলনা করি, তবে দেখা যাবে যে আসন্ন ফোনটির ক্যামেরা মডিউলে ToF ক্যামেরা এবং RGB IR সেন্সর অনুপস্থিত। আবার গত বছরে আগত মডেলে ফ্ল্যাশ লাইট ছিল মডিউলের বাইরে। কিন্তু নয়া হ্যান্ডসেটে প্রাইমারি ও সেকেন্ডারি সেন্সরের ঠিক মধ্যিখানে LED ফ্ল্যাশ উপস্থিত থাকছে। প্রসঙ্গত Sony Xperia 1 V ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে। যার মধ্যে সব থেকে নিচে থাকা সেন্সরটি একটি পেরিস্কোপ ক্যামেরা হবে বলে জানা যাচ্ছে।
আবার সনির এই আসন্ন ফ্লাগশিপ ফোনের ক্যামেরা ইউনিটের ডানদিকে NFC লোগো লক্ষ্যণীয়। যার অর্থ ফাঁস হওয়া ছবিটি, Xperia 1 V ফোনের গ্লোবাল সংস্করণের। কেননা এটি যদি জাপানি সংস্করণ হতো, তাহলে NFC -এর পরিবর্তে ফেলিকা (Felica) লোগো দেখতে পেতাম আমরা।
যাইহোক, চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো -এর মাধ্যমে সম্প্রতি এক লিকস্টার আসন্ন সনি এক্সপেরিয়া ১ ৫ স্মার্টফোনের কয়েকটি কী-ফিচার প্রকাশ্যে এনেছিলেন। পোস্টে উল্লেখ ছিল যে, আলোচ্য মডেলেটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে। শুধু তাই নয়, উক্ত প্রসেসরের সাথে সবচেয়ে পাতলা স্মার্টফোনও হবে সনির এই নয়া হ্যান্ডসেট। এছাড়া ওভার হিটিংয়ের সমস্যা সমাধানের জন্য এতে আরো আপগ্রেডেড কুলিং সলিউশন অফার করা হবে বলেও আশা করা হচ্ছে।
Sony Xperia 1 V সম্পর্কে আমরা আপাতত এতটুকুই জানতে পেরেছি। বাদবাকি ফিচার ও ডিজাইন সম্পর্কে জানতে হয়তো WMC 2023 ইভেন্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।