DSLR-এর ফিচার এবার ফোনের ক্যামেরায়, সনির হাত ধরে আসছে যুগান্তকারী প্রযুক্তি

বিখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড, সনি (Sony)-এর বিস্তৃত প্রোডাক্ট রেঞ্জের মধ্যে Xperia সিরিজের স্মার্টফোনগুলি বেশ...
Ananya Sarkar 27 Nov 2023 2:35 PM IST

বিখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড, সনি (Sony)-এর বিস্তৃত প্রোডাক্ট রেঞ্জের মধ্যে Xperia সিরিজের স্মার্টফোনগুলি বেশ জনপ্রিয়। বর্তমানে কোম্পানিটি তাদের পরবর্তী প্রজন্মের Xperia সিরিজের হ্যান্ডসেটে বিশ্বের প্রথম ইন-ক্যামেরা ডিজিটাল সিগনেচার প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের ক্যামেরার মধ্যে ক্যাপচার করা ছবিগুলিকে ডিজিটালভাবে স্বাক্ষর করার অনুমতি দেবে, যা এগুলির সত্যতা নিশ্চিত করবে এবং টেম্পারিং প্রতিরোধ করবে। আসুন এই অত্যাধুনিক প্রযুক্তিটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Sony Xperia-এ আসছে নতুন ইন-ক্যামেরা ডিজিটাল সিগনেচার টেকনোলজি

চলতি মাসের শুরুতে সনির এই প্রযুক্তিটি প্রথম লঞ্চ করা হয়েছিল। এটিকে বর্তমানে কোম্পানির ফুল-ফ্রেম মিররলেস সিঙ্গেল-লেন্স ক্যামেরা - α9 III, α1 এবং α7S III-এ একটি সফ্টওয়্যার আপডেটের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। তবে এটি স্মার্টফোনের জন্য উপলব্ধ হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু একটি নতুন সূত্র থেকে এখন জানা গেছে যে ডিজিটাল সিগনেচার প্রযুক্তি পরবর্তী প্রজন্মের সনি এক্সপেরিয়া ১ আইভি/ ৫ ভিআই স্মার্টফোনের একটি বৈশিষ্ট্য হতে চলেছে, যা আগামী বছরের কোনও এক সময়ে প্রকাশিত হবে বলে শোনা যাচ্ছে।

জানিয়ে রাখি, ইন-ক্যামেরা ডিজিটাল সিগনেচার প্রযুক্তি হল ইমেজ ফাইলের মধ্যে একটি ডিজিটাল সিগনেচার এম্বেড করে ফটো এবং ভিডিওগুলির যথার্থতা নিশ্চিত করার একটি উপায়৷ এই স্বাক্ষরটি ক্যামেরার সাথে যুক্ত একটি অভিনব ক্রিপ্টোগ্রাফিক কী ব্যবহার করে তৈরি করা হয়। একবার একটি ছবি বা ভিডিও ক্যাপচার করা হয়ে গেলে, সিগনেচারটি ফাইলের মধ্যে এম্বেড করা হয়। ছবিটির সাথে যে কোনও কারসাজি করা হয়নি, সেটা যাচাই করার জন্য এই স্বাক্ষর ব্যবহার করা যেতে পারে।

ইন-ক্যামেরা ডিজিটাল সিগনেচার প্রযুক্তি সেই সমস্ত পেশার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপযোগী হবে, যাদের কাজের জন্য তাদের ছবির সত্যতা নিশ্চিত করার প্রয়োজন হয়। উদাহরণ স্বরূপ, সাংবাদিকরা ফিল্ডে তোলা ফটোর সত্যতা যাচাই করতে এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। এছাড়াও, প্রযুক্তিটি কপিরাইট লঙ্ঘন থেকে ছবিকে রক্ষা করার জন্য ব্যবহার করা যেতে পারে। যেহেতু, এই বিশেষ প্রযুক্তিটি সফলভাবে সনির ডিএসএলআর (DSLR) ক্যামেরায় ইন্টিগ্রেট করা হয়েছে, তাই সনির জন্য তাদের স্মার্টফোনেও এটিকে অন্তর্ভুক্ত করা যুক্তিযুক্ত হবে।

Show Full Article
Next Story