Sony Xperia 10 III নজরকাড়া ফিচার সহ মিড রেঞ্জে লঞ্চ হল

আজ মধ্যাহ্ণে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে ফ্ল্যাগশিপ ফিচারের সাথে আত্মপ্রকাশ করলো Sony-র দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। যার একটি Sony Xperia 1 III ও অপরটি Sony…

আজ মধ্যাহ্ণে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে ফ্ল্যাগশিপ ফিচারের সাথে আত্মপ্রকাশ করলো Sony-র দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। যার একটি Sony Xperia 1 III ও অপরটি Sony Xperia 5 III । এছাড়াও, মিড-রেঞ্জ স্পেসিফিকেশন সহ Xperia 10 III নামে আরও একটি ফোনের ওপর থেকে সনি পর্দা উঠিয়েছে।‌ Sony Xperia 10 III ফোনটি এক্সপেরিয়া সিরিজের প্রথম মিড-রেঞ্জ ৫জি ফোন হিসেবে বাজারে আসতে চলেছে। সনি এক্সপেরিয়া ১০ থ্রি-র বিশেষ ফিচারের কথা বললে, এতে OLED স্ক্রিন, স্ন্যাপড্রাগন ৬৯০ ৫জি চিপসেট, LDAC ও Hi-Res অডিও সাপোর্ট, ও দুর্দান্ত ক্যামেরা পাওয়া যাবে।

Sony Xperia 10 III : দাম ও লভ্যতা

সনি এক্সপেরিয়া ১০ থ্রি স্মার্টফোনের দাম কোম্পানি ঘোষণা করেনি৷ সনি শুধু জানিয়েছে, এটি “আর্লি সামার”-এ উপলব্ধ হবে।‌ সেক্ষেত্রে এক্সপেরিয়া ১০ থ্রি বাজারে আসতে এখনও কয়েক মাস বাকি। ব্ল্যাক, ব্লু, পিঙ্ক, ও হোয়াইট কালার অপশনে ফোনটি বেছে নেওয়া যাবে।

Sony Xperia 10 III : স্পেসিফিকেশন

সনি এক্সপেরিয়া ১০ থ্রি ৬ ইঞ্চি OLED ডিসপ্লে সহ এসেছে৷ এটি HDR10, ফুল এইচডি+ রেজোলিউশন (১০৮০x২৫২০ পিক্সেল), ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ও ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এছাড়াও, ডিসপ্লের ওপরে রয়েছে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসরের পাশাপাশি ফোনে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। লম্বা ব্যাকআপ দেওয়ার জন্য ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে৷ এতে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

দুর্দান্ত ফটো ক্যাপচারের জন্য ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা + এফ/২.৪ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।‌ আবার সেলফির জন্য থাকছে এফ/২.০ অ্যাপারচার ও ৭৮ ডিগ্রি FOV (Field of View) সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এছাড়া সনি এক্সপেরিয়া ১০ থ্রি স্মার্টফোন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP65/IP68 রেটিং, অ্যান্ড্রয়েড ১১ ওস, এনএফসি, স্টিরিও রেকর্ডিং, কোয়ালকম এপটিএক্স এইচডি অডিও ফিচার সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন