Sony Xperia 5 IV অসাধারণ ক্যামেরা ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হল, দাম জেনে নিন

Sony আজ (১ সেপ্টেম্বর) প্রত্যাশামতই উন্মোচন করেছে তাদের ব্র্যান্ড-নিউ Xperia 5 IV স্মার্টফোনটি। জাপানি ইলেকট্রনিক্স...
Anwesha Nandi 1 Sept 2022 7:45 PM IST

Sony আজ (১ সেপ্টেম্বর) প্রত্যাশামতই উন্মোচন করেছে তাদের ব্র্যান্ড-নিউ Xperia 5 IV স্মার্টফোনটি। জাপানি ইলেকট্রনিক্স নির্মাতার এই সাম্প্রতিক কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি গুরুত্বপূর্ণ আপগ্রেডের সাথে বাজারে পা রেখেছে। Sony Xperia 5 IV ফুল-এইচডি+ রেজোলিউশন সহ ওলেড ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 8 Gen 1 ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে এসেছে। আবার এতে একটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ওয়্যারলেস চার্জিং এবং ১২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। চলুন নয়া Sony Xperia 5 IV-এর মূল্য, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

সনি এক্সপেরিয়া ৫ আইভি-এর মূল্য এবং লভ্যতা (Sony Xperia 5 IV Price and Availability)

সনি এক্সপেরিয়া ৫ আইভি শুধুমাত্র ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি মেমরি কনফিগারেশনে এসেছে। ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে স্মার্টফোনটির দাম রাখা হয়েছে যথাক্রমে ১,০৪৯ ইউরো (প্রায় ৮৩,৬৫০ টাকা) এবং ৯৯৯ ডলার (প্রায় ৭৯,৫২০ টাকা)। আগ্রহী ক্রেতারা হ্যান্ডসেটটিকে গ্রীন, ব্ল্যাক এবং একরু হোয়াইট-এই তিনটি কালারে বেছে নিতে পারবেন। এক্সপেরিয়া ৫ আইভি সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ইউরোপে পাওয়া যাবে, আর অক্টোবরের শেষের দিকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে বিক্রির জন্য উপলব্ধ হবে।

সনি এক্সপেরিয়া ৫ আইভি-এর স্পেসিফিকেশন (Sony Xperia 5 IV Specifications)

সনি এক্সপেরিয়া ৫ আইভি ২,৫২০ x ১,০৮০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.১ ইঞ্চির ওলেড ডিসপ্লের সাথে এসেছে৷ ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে।ফোনটি Android 12 বুট করে৷

ফটোগ্রাফির জন্য, Sony Xperia 5 IV-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে, যার তিনটি সেন্সরই ১২ মেগাপিক্সেলের রেজোলিউশন অফার করে। প্রাথমিক ক্যামেরাটি ২৪ মিলিমিটারের সমতুল্য ১/১.৭ ইঞ্চির লেন্স ব্যবহার করে, আল্ট্রা-ওয়াইডে একটি ১৬ মিলিমিটারের সমতুল্য ১/২.৫ ইঞ্চির লেন্স রয়েছে এবং ২.৫× টেলিফটো স্ন্যাপারটি একটি ৬০ মিলিমিটারের সমতুল্য ১/৩.৫ ইঞ্চির লেন্স ব্যবহার করে। তিনটি ক্যামেরাই ১২০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে রিডআউট, রিয়েল-টাইম আই এএফ এবং রিয়েল-টাইম ট্র্যাকিং সাপোর্ট করে। ওয়াইড এবং টেলিফটো মডিউলগুলিও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) অফার করে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে, এফ/২.০ অ্যাপারচার সহ একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর উপস্থিত রয়েছে।

অডিওর জন্য, Sony Xperia 5 IV-এ ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, যাতে ডলবি অ্যাটমস, হাই-রেস অডিও, ডিএসইই আলটিমেট এবং ৩৬০ রিয়্যালিটি অডিও মিলবে। এছাড়াও, এতে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে। এই সনি এক্সপেরিয়া হ্যান্ডসেটটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য একটি IP68 (আইপি ৬৮)-রেটযুক্ত বডির সাথে এসেছে৷ আর কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ডিভাইসের সামনে এবং পিছনের প্যানেলগুলিকে সুরক্ষা প্রদান করে।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Sony Xperia 5 IV ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে,যা ৩০ ওয়াট ইউএসবি পিডি ফাস্ট চার্জিং এবং কিউআই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। তবে, Xperia 5 IV-এর রিটেইল বক্সে চার্জার এবং ইউএসবি কেবল অন্তর্ভুক্ত করেনি সংস্থা৷

Show Full Article
Next Story