Sony Xperia 5 IV বদলে দেবে স্মার্টফোনের সংজ্ঞা, আসছে কমপ্যাক্ট ডিজাইনের সাথে

জাপানের বিখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড সনি (Sony) আগামী ১ সেপ্টেম্বর দেশে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে, যেখানে...
Anwesha Nandi 29 Aug 2022 12:01 PM IST

জাপানের বিখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড সনি (Sony) আগামী ১ সেপ্টেম্বর দেশে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে, যেখানে কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ Xperia 5 IV হ্যান্ডসেটটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সংস্থা ইতিমধ্যেই এই ফোনের জন্য প্রোমোশনাল টিজারও প্রকাশ করতে শুরু করেছে। আর এবার জাপানি সংস্থাটি “A New Xperia is coming…” শিরোনামের সাথে আসন্ন স্মার্টফোনের জন্য একটি নয়া টিজার ভিডিও শেয়ার করেছে, যা বহু প্রতীক্ষিত Xperia 5 IV হবে বলেই অনুমান করা যায়। আসুন ভিডিওটি আপকামিং হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি প্রকাশ করল, দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Sony-এর নতুন ফ্ল্যাগশিপ ফোনের টিজার ভিডিও

সনি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল 'সনি এক্সপিরিয়া'-এ একটি আসন্ন হ্যান্ডসেটের নতুন টিজার ভিডিও পোস্ট করেছে। এই ভিডিওতে, ডিভাইসটির নতুন ফটোগ্রাফি সিস্টেমের সম্পর্কে জানানো হয়েছে। কোম্পানি দাবি করেছে যে, ফোনটি ব্যবহারকারীদের ভিডিও গেম খেলার সময় "তাদের জয়ের সেরা মুহূর্তগুলিকে লাইভ স্ট্রিম" করতে, "সারা বিশ্বে গান শেয়ার" করতে এবং "শ্বাসরুদ্ধকর পোট্রেট" শুট করতে সাহায্য করবে৷

এছাড়াও টিজার ভিডিওর শেষের দিকে বলা হয়েছে যে, "বি ক্রিয়েটিভ, গো কম্প্যাক্ট", যা নিশ্চিত করে যে সনি এক্সপিরিয়া ৫ আইভি একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে। এটি উল্লেখযোগ্য, কেননা বাজারে বর্তমানে কমপ্যাক্ট অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোন পাওয়া প্রায় দুষ্কর।

যদিও, ভিডিওতে সনির একটি কমপ্যাক্ট হ্যান্ডসেটের আগমন নিশ্চিত করা হয়েছে, তবে এটি Sony Xperia 5 IV না অন্য কোনও মডেল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। আগামী ১ সেপ্টেম্বর ডিভাইসটি জাপানের লঞ্চ ইভেন্টে উন্মোচিত হলে, তবেই এর সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই লঞ্চ ইভেন্টটি কোম্পানি তাদের অফিসিয়াল চ্যানেলে লাইভ স্ট্রিমও করবে।

উল্লেখ্য, সাম্প্রতিক কিছু রিপোর্টের ওপর ভিত্তি করে বলা যায়, আসন্ন Sony Xperia 5 IV-তে ৬.০৪ ইঞ্চির ডিসপ্লে থাকবে। সনির এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ইতিমধ্যে লঞ্চ হওয়া একাধিক ফ্ল্যাগশিপ ডিভাইসে ব্যবহার করা হয়েছে৷ আবার প্রিমিয়াম গ্রেডের হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও, এতে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকটি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে এবং Sony Xperia 5 IV ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসবে।

Show Full Article
Next Story