Sony Xperia Pro অত্যাধুনিক ফিচার সহ লঞ্চ হল, বিশেষ সুবিধা পাবেন ফটোগ্রাফাররা

Sony Xperia Pro চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছিল। 5G কানেক্টিভিটির সাথে আসা এই ফোনটি এবার ব্রিটেন ও...
PUJA 8 May 2021 6:54 PM IST

Sony Xperia Pro চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছিল। 5G কানেক্টিভিটির সাথে আসা এই ফোনটি এবার ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশে পা রাখল। সনি, তাদের এই এক্সপেরিয়া প্রো ফোনটিকে বিশেষ করে ফটোগ্রাফারদের জন্য ডিজাইন করেছে। এতে আছে 3D ToF সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। আবার Sony Xperia Pro একটি মাইক্রো এইচডিএমআই ইন্টারফেস সহ এসেছে, যা ইউজারকে সরাসরি কোনো এইচডিএমআই ইনপুট ভিডিও কনটেন্টকে সার্ভারে পাঠাতে বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেয়। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নিই…

Sony Xperia Pro এর দাম

ব্রিটেনে সনি এক্সপেরিয়া প্রো এর দাম রাখা হয়েছে ২,২৯৯ পাউন্ড, যা প্রায় ২,২৫,৪০০ টাকার সমান। আবার ইউরোপের জার্মানি বা ফিনল্যান্ডে ফোনটি ২,৪৯৯ ইউরো (প্রায় ২,১৩,৮০০ টাকা) তে পাওয়া যাবে।

Sony Xperia Pro এর স্পেসিফিকেশন

IP68 রেটিং প্রাপ্ত সনি এক্সপেরিয়া প্রো ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে। এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১৬৪৪x৩৮৪০ পিক্সেল) OLED ডিসপ্লে। স্ক্রিনের প্রটেকশনের জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৬ দেওয়া হয়েছে। আবার ফোনটিতে স্নাপড্রাগণ ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে এড্রেনো ৬৫০ জিপিইউ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে, Sony Xperia Pro ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১২ মেগাপিক্সেল ওয়াইড লেন্স (এফ/১.৭, OIS), ১২ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স ও ০.৩ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। এছাড়া ফোনটিতে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে ২১ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story