তিনটি রহস্যময় স্মার্টফোন আনছে Sony, ক্যামেরায় হবে সেরা

Sony আনছে নতুন তিনটি স্মার্টফোন। এগুলিকে এখন দেখা গেল IMEI ডেটাবেসে।

sonys 3 upcoming smartphones spotted on imei database

সনি (Sony) ক্যামেরা লেন্স ও অন্যান্য ইলেকট্রনিক্সের পাশাপাশি পূর্ণগতিতে নতুন স্মার্টফোনও তৈরি করে চলেছে। এখন তিনটি নতুন সনি মডেল আইএমইআই (IMEI) ডেটাবেসে প্রকাশিত হয়েছে, যা এগুলির আসন্ন লঞ্চের দিকে ইঙ্গিত করে৷ অবশ্য, এখনও পর্যন্ত এই স্মার্টফোনগুলির কোনও বৈশিষ্ট্য সামনে আসেনি। শুধুমাত্র তিনটি নতুন ডিভাইসের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে। যেহেতু সনির স্মার্টফোনগুলি মূলত ক্যামেরা-কেন্দ্রিক, তাই এগুলির ক্যামেরাও আকষর্ণীয় হবে বলে আশা করা যায়।

Sony সম্ভবত তিনটি নতুন স্মার্টফোনে কাজ করছে

গিজমোচিনা আইএমইআই ডেটাবেসে সনির তিনটি রহস্যময় মডেলকে স্পট করছে। ডেটাবেস থেকে শুধুমাত্র এই ডিভাইসগুলির মডেল নম্বর জানা গেছে এবং কোনও প্রযুক্তিগত স্পেসিফিকেশন সামনে আসেনি। ডিভাইস তিনটি PM-1502-BV, PM-1503-BV এবং PM-1504-BV মডেল নম্বর বহন করে।

আরও পড়ুন : ক্রেতাদের খুশি বাড়িয়ে সানরুফ এখন আরও সস্তায়, ভারতে লঞ্চ হল Hyundai Venue E+

জানিয়ে রাখি, সনি সর্বশেষ মে মাসে দুটি স্মার্টফোন উন্মোচন করেছিল। এগুলি হল Sony Xperia 1 VI এবং Sony Xperia 10 VI মডেল৷ এখনও জানা যায়নি যে উল্লেখিত মডেল নম্বরগুলি কোন ডিভাইসের। তাই, এগুলির সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। তবে আগামী দিনে সনির এই নতুন মডেলগুলি সর্ম্পকে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন