একধাক্কায় অনেকটাই সস্তা হল OnePlus 12R ফ্ল্যাগশিপ স্মার্টফোন, এখানে রয়েছে সেরা অফার
ওয়ানপ্লাসের OnePlus 12R ডিভাইসে 2780x1264 পিক্সেল রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 4500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে দারুন অফার। এই অফারে অনেক কম দামে কিনতে পারবেন OnePlus 12R। এর 16 জিবি র্যাম ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ওয়েবসাইটে মাত্র 45,999 টাকায় তালিকাভুক্ত। এছাড়াও ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি 3,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টে পাওয়া যাবে। এই ছাড়ের জন্য আপনাকে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। আবার জিও প্লাস পোস্টপেড প্ল্যানের ব্যবহারকারীরা OnePlus 12R এর সাথে 2250 টাকা পর্যন্ত বেনিফিট পাবেন। সাথে রয়েছে নো-কস্ট ইএমআই অফার।
OnePlus 12R এর ফিচার ও স্পেসিফিকেশন
ওয়ানপ্লাসের এই ডিভাইসে 2780x1264 পিক্সেল রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 4500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লে সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 দেওয়া হয়েছে। ফোনটি 16GB পর্যন্ত এলপিডিডিআর5এক্স র্যাম এবং 256GB পর্যন্ত ইউএফএস 3.1 স্টোরেজ অপশনে পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রেনো 740 জিপিইউ সহ স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর উপস্থিত।
ক্যামেরার কথা বললে, ডিভাইসটির ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য রয়েছে তিনটি ক্যামেরা। এর মধ্যে রয়েছে 50MP প্রাইমারি লেন্স সহ 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। আর সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 12R মডেলে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 100W সুপারভুঅ চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
অপারেটিং সিস্টেমের কথা বললে, এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেনওএস 14 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। দুর্দান্ত সাউন্ডের জন্য এই ডিভাইসে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্টেরিও স্পিকার পাওয়া যাবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে 5G SA/5G এনএসএ, ডুয়াল 4G ভোল্টি, Wi-Fi 7, ব্লুটুথ 5.3, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি অন্তর্ভুক্ত রয়েছে।
ওয়ানপ্লাসের OnePlus 12R ডিভাইসে 2780x1264 পিক্সেল রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 4500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।