এক বা দু হাজার নয়, 13500 টাকা সস্তায় Samsung Galaxy S24 FE, শুধু এখানে অফার

অ্যামাজনে Samsung Galaxy S24 FE ফোনের 8GB + 256GB ভ্যারিয়েন্টের মিন্ট কালার অপশন মাত্র 52,431 টাকায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ এর লঞ্চ মূল্যের চেয়ে 13,568 টাকা কম।

Puja Mondal 21 Dec 2024 8:36 AM IST

স্যামসাং প্রেমীদের জন্য সুখবর। সংস্থার লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্মে বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আমরা কথা বলছি Samsung Galaxy S24 FE 5G ফোনের সম্পর্কে। এর টপ-এন্ড 256 জিবি ভ্যারিয়েন্টটি বর্তমানে লঞ্চের সময়ের চেয়ে পুরো 13,568 টাকা কম দামে পাওয়া যাচ্ছে। আর এত ছাড় শুধুমাত্র ফোনের একটি নির্দিষ্ট কালার ভ্যারিয়েন্টের সাথেই দেওয়া হচ্ছে।

লঞ্চের সময় কত দাম ছিল

জানিয়ে রাখি, Samsung Galaxy S24 FE দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল। লঞ্চের সময়, এর 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম ছিল 59,999 টাকা এবং 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম ছিল 65,999 টাকা। এটি ব্লু, গ্রাফাইট এবং মিন্ট রঙে চালু করা হয়েছিল। এখানে আমরা 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে পাওয়া অফার সম্পর্কে বলবো।

এখানে সবচেয়ে সস্তায় পাওয়া যায়

অ্যামাজনে এই স্যামসাং ফোনের 8GB + 256GB ভ্যারিয়েন্টের মিন্ট কালার অপশন মাত্র 52,431 টাকায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ এর লঞ্চ মূল্যের চেয়ে 13,568 টাকা কম। এই একই কালার এবং স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্টে 60,999 টাকায় বিক্রি হচ্ছে অর্থাৎ লঞ্চের মূল্যের চেয়ে মাত্র 5,000 টাকা কম।

Samsung Galaxy S24 FE 5G এর ফিচার

ডুয়েল (ন্যানো) সিমসাপোর্টের এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের জন্য এতে Exynos 2400E চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, 3x অপটিক্যাল জুম ও ওআইএস সহ 8-মেগাপিক্সেল টেলিফটো শ্যুটার এবং আল্ট্রা-ওয়াইড লেন্স সহ 12-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে পাওয়া যাবে 10 মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসে গ্যালাক্সি এআই ফিচার সাপোর্ট করবে, যার মধ্যে সার্কেল টু সার্চ, লাইভ ট্রান্সলেট, নোট অ্যাসিস্ট, ইন্টারপ্রেটার মোড এবং কম্পোজার।

পাওয়ার দেওয়ার জন্য এতে 4700mAh ব্যাটারি উপস্থিত, যা 25mAh ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 5G, LTE, Wi-Fi 6E, ব্লুটুথ 5.3 এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

Show Full Article
Next Story