Tata-র কারখানায় আগুন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ iPhone 15 ও 16 এর অ্যাক্সেসরিজ তৈরি

অনির্দিষ্টকালের কালের জন্য iPhone 15 ও iPhone 16 এর কেস তৈরি বন্ধ রাখলো Tata Electronics। শনিবার তামিলনাড়ুর হোসুরে সংস্থার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ…

Tata Suspended Iphone 15 Iphone 16 Case Production Following Fire

অনির্দিষ্টকালের কালের জন্য iPhone 15 ও iPhone 16 এর কেস তৈরি বন্ধ রাখলো Tata Electronics। শনিবার তামিলনাড়ুর হোসুরে সংস্থার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগে। যারফলে এই সিদ্ধান্ত নিয়েছে টাটা ইলেকট্রনিক্স।

যদিও সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, তাদের কাছে ইতিমধ্যেই তিন মাসের মতো iPhone 15 ও iPhone 16 এর কেসের স্টক আছে। তাই কোনো সমস্যা হবে না।

রিপোর্ট অনুযায়ী, গতকাল অ্যাপল এবং টাটা ইলেকট্রনিক্সের কর্মকর্তারা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠক করেছেন। যদিও বৈঠকের টাটা সংস্থার তরফে কেস তৈরির কাজ পুনরায় শুরু করার জন্য কোনও সময়সীমা উল্লেখ্য করেনি। কেবল জানানো হয়েছে যে, অনির্দিষ্টকালের জন্য কেস তৈরির কাজ বন্ধ রাখা হচ্ছে।

উল্লেখ্য, টাটা ইলেকট্রনিক্স হল প্রথম ভারতীয় সংস্থা যারা আইফোন তৈরির অনুমতি পেয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নতুন আইফোনের উৎপাদন শুরু হবে বলে জানা গেছে।

রিপোর্টে বলা হয়েছে, টাটার কারখানায় আগুন লাগার কারণে কেস উৎপাদন বন্ধ রাখা হলেও, আইফোন তৈরিতে কোনো সমস্যা হবে না।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন