TCL 20 R 5G লঞ্চ হল ২০,০০০ টাকার কমে, রয়েছে পাওয়ারফুল ব্যাটারি ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ

সম্প্রতি TCL 20Y বলে একটি 4G বাজেট স্মার্টফোন নিয়ে এসেছিল টিসিএল। আর এখন সেই TCL 20 সিরিজের এক 5G হ্যান্ডসেট লঞ্চ করেছে সংস্থাটি। ইউরোপে আত্মপ্রকাশ…

সম্প্রতি TCL 20Y বলে একটি 4G বাজেট স্মার্টফোন নিয়ে এসেছিল টিসিএল। আর এখন সেই TCL 20 সিরিজের এক 5G হ্যান্ডসেট লঞ্চ করেছে সংস্থাটি। ইউরোপে আত্মপ্রকাশ করা সেই স্মার্টফোনের নাম TCL 20 R 5G। মূলত কম বাজেটে 5G ফোনের সন্ধানে থাকা ক্রেতাদের জন্য বাজারে এসেছে TCL 20 R 5G। ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে আছে হাই টাচ স্যাম্পলিং রেট, ট্রিপল রিয়ার ক্যামেরা, ও পাওয়ারফুল ব্যাটারি।

TCL 20 R 5G স্পেসিফিকেশন

টিসিএল ২০ আর ৫জি ফোনে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা এইচডি প্লাস রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। ডিসপ্লের টিয়ারড্রপ নচের মধ্যে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা পরিচালিত। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে টিসিএল ২০ আর ৫জি।

১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরার সঙ্গে এসেছে TCL 20 R 5G। ফোনটি চলে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যার সাথে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

TCL 20 R 5G দাম ও লভ্যতা

আপাতত চেক রিপাবলিকে পাওয়া যাবে টিসিএল ২০ আর ৫জি। সে দেশে ফোনটির দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,০০০ টাকা থেকে। ব্লু ও ব্ল্যাক কালারে উপলব্ধ ফোনটি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন