TCL 30 V 5G মিড রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, আছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি

চীনা সংস্থা টিসিএল তাদের ৩০ সিরিজের অধীনে আমেরিকান মার্কেটে লঞ্চ করলো মিড-রেঞ্জ স্মার্টফোন TCL 30 V 5G। চলতি মাসে কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (CES)- এর মঞ্চে…

চীনা সংস্থা টিসিএল তাদের ৩০ সিরিজের অধীনে আমেরিকান মার্কেটে লঞ্চ করলো মিড-রেঞ্জ স্মার্টফোন TCL 30 V 5G। চলতি মাসে কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (CES)- এর মঞ্চে এই ফোনটিকে জনসমক্ষে এনেছিল সংস্থা। আর বর্তমানে ডিভাইসটি সি-ব্যান্ড ৫জি স্পেকট্রাম (C-band 5G spectrum) সাপোর্ট সহ ভেরিজন (Verizon) নেটওয়ার্ক ক্যারিয়ারের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে উপলব্ধ হল। সি-ব্যান্ড স্পেকট্রাম ছাড়াও, স্মার্টফোনটি “ন্যাশনওয়াইড” (Nationwide) এবং এমএমওয়েভ (mmWave) ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করে। এছাড়াও TCL 30 V 5G ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের মূল্য ও সকল স্পেসিফিকেশনগুলি।

টিসিএল ৩০ ভি ৫জি – এর মূল্য (TCL 30 V 5G Price)

আমেরিকার বাজারে টিসিএল ৩০ ভি ৫জি একটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। এর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ২৯৯ ডলার (২২,৫০০ টাকা)।

টিসিএল ৩০ ভি ৫জি- এর স্পেসিফিকেশন (TCL 30 V 5G Specifications)

টিসিএল ৩০ ভি ৫জি ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) আইপিএস এলসিডি পাঞ্চ-হোল ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য, এই নতুন ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি প্রসেসর। এই মডেলটি ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ আমেরিকার বাজারে এসেছে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ সম্প্রসারণ করা যাবে।

ফটোগ্রাফির জন্য, TCL 30 V 5G ফোনে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে উপস্থিত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য বর্তমান ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

টিসিএল- এর এই নতুন স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১- এ রান করে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।