- Home
- »
- ট্যাবলেট »
- দাম শুরু মাত্র 3800 টাকা থেকে, Teclast...
দাম শুরু মাত্র 3800 টাকা থেকে, Teclast ট্যাবলেট ডুয়েল রিয়ার ক্যামেরা ও 6GB RAM সহ লঞ্চ হল
Teclast M50 Mini ট্যাবলেটে আছে 8.7 ইঞ্চি এইচডি (1340 x 800) আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লে 16:10 অ্যাসপেক্ট রেশিও অফার করবে। পারফরম্যান্সের জন্য এর ওয়াই-ফাই মডেল Unisoc T616 প্রসেসর, 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ সহ এসেছে।
Teclast সম্প্রতি তাদের বাজেট ফ্রেন্ডলি ট্যাবলেট M50 Mini লঞ্চ করেছে। কম্প্যাক্ট ডিজাইনের এই ট্যাবের দাম শুরু হয়েছে প্রায় 3800 টাকা থেকে। পাতলা ফ্রেম সহ আসা ট্যাবলেটটি Wi-Fi ও LTE উভয় ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটি 6GB পর্যন্ত RAM ও 128GB পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। সাথে আছে বড় ডিসপ্লে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Teclast M50 Mini: দাম
নয়া এই ট্যাবলেটের Wi-Fi ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 45 ডলার, অর্থাৎ প্রায় 3800 টাকা। আর এর LTE ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে 179 ডলার, অর্থাৎ প্রায় 15,100 টাকা। Wi-Fi ভ্যারিয়েন্ট 4GB RAM ও 64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ পাওয়া যাবে। আর LTE ভ্যারিয়েন্ট 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে।
স্পেসিফিকেশন ও ফিচার
Teclast M50 Mini ট্যাবলেটে আছে 8.7 ইঞ্চি এইচডি (1340 x 800) আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লে 16:10 অ্যাসপেক্ট রেশিও অফার করবে। পারফরম্যান্সের জন্য এর ওয়াই-ফাই মডেল Unisoc T616 প্রসেসর, 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ সহ এসেছে। আবার Unisoc T606 প্রসেসর, 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে LTE ভার্সন।
M50 Mini ট্যাবলেট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে 13 মেগাপিক্সেল + 0.3 মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি ডুয়েল চ্যানেল স্পিকার ও 3.5mm জ্যাক সহ এসেছে।
এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ওয়াইফাই 2.4G + ওয়াই-ফাই 5G 802.11 এ / বি / জি / এন / এসি, ব্লুটুথ 5.0 এবং ডুয়াল সিম সমর্থন (কেবল এলটিই মডেল)।
Teclast M50 Mini ট্যাবলেটে আছে 8.7 ইঞ্চি এইচডি (1340 x 800) আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লে 16:10 অ্যাসপেক্ট রেশিও অফার করবে। পারফরম্যান্সের জন্য এর ওয়াই-ফাই মডেল Unisoc T616 প্রসেসর, 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ সহ এসেছে।