দাম শুরু মাত্র 3800 টাকা থেকে, Teclast ট্যাবলেট ডুয়েল রিয়ার ক্যামেরা ও 6GB RAM সহ লঞ্চ হল

Teclast M50 Mini ট্যাবলেটে আছে 8.7 ইঞ্চি এইচডি (1340 x 800) আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লে 16:10 অ্যাসপেক্ট রেশিও অফার করবে। পারফরম্যান্সের জন্য এর ওয়াই-ফাই মডেল Unisoc T616 প্রসেসর, 4 জিবি র‌্যাম ও 64 জিবি স্টোরেজ সহ এসেছে।

Ankita Mondal 25 Nov 2024 9:41 AM IST

Teclast সম্প্রতি তাদের বাজেট ফ্রেন্ডলি ট্যাবলেট M50 Mini লঞ্চ করেছে। কম্প্যাক্ট ডিজাইনের এই ট্যাবের দাম শুরু হয়েছে প্রায় 3800 টাকা থেকে। পাতলা ফ্রেম সহ আসা ট্যাবলেটটি Wi-Fi ও LTE উভয় ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটি 6GB পর্যন্ত RAM ও 128GB পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। সাথে আছে বড় ডিসপ্লে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Teclast M50 Mini: দাম

নয়া এই ট্যাবলেটের Wi-Fi ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 45 ডলার, অর্থাৎ প্রায় 3800 টাকা। আর এর LTE ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে 179 ডলার, অর্থাৎ প্রায় 15,100 টাকা। Wi-Fi ভ্যারিয়েন্ট 4GB RAM ও 64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ পাওয়া যাবে। আর LTE ভ্যারিয়েন্ট 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে।

স্পেসিফিকেশন ও ফিচার

Teclast M50 Mini ট্যাবলেটে আছে 8.7 ইঞ্চি এইচডি (1340 x 800) আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লে 16:10 অ্যাসপেক্ট রেশিও অফার করবে। পারফরম্যান্সের জন্য এর ওয়াই-ফাই মডেল Unisoc T616 প্রসেসর, 4 জিবি র‌্যাম ও 64 জিবি স্টোরেজ সহ এসেছে। আবার Unisoc T606 প্রসেসর, 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে LTE ভার্সন।

M50 Mini ট্যাবলেট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে 13 মেগাপিক্সেল + 0.3 মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি ডুয়েল চ্যানেল স্পিকার ও 3.5mm জ্যাক সহ এসেছে।

এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ওয়াইফাই 2.4G + ওয়াই-ফাই 5G 802.11 এ / বি / জি / এন / এসি, ব্লুটুথ 5.0 এবং ডুয়াল সিম সমর্থন (কেবল এলটিই মডেল)।

Show Full Article
Next Story