Tecno Camon 19 Pro Mondrian Edition সবাইকে পিছনে ফেলবে, হবে এই বিশেষ প্রযুক্তির প্রথম ফোন
গত কয়েক বছরে সামগ্রিকভাবে স্মার্টফোনের ডিজাইন খুব বেশি বিকশিত হয়নি, তবে তার মধ্যেও ব্যতিক্রম হিসেবে ভিভো (Vivo) এবং...গত কয়েক বছরে সামগ্রিকভাবে স্মার্টফোনের ডিজাইন খুব বেশি বিকশিত হয়নি, তবে তার মধ্যেও ব্যতিক্রম হিসেবে ভিভো (Vivo) এবং নাথিং (Nothing)-এর মতো ব্র্যান্ডগুলি তাদের ফোনগুলির ডিজাইনকে অভিনব রিয়ার প্যানেলগুলির সাথে আলাদা করে তোলার চেষ্টা করেছে৷ ওপ্পো (Oppo) এবং ভিভো (Vivo)-এর কিছু লেটেস্ট ফোনে দেখা যায় কালার-চেঞ্জিং ব্যাক প্যানেল, যা সূর্যের আলো বা আরও নির্দিষ্টভাবে অতিবেগুনি (UV) রশ্মির সংস্পর্শে এলে তাদের রঙ পরিবর্তন করতে পারে। আর টেকনোও বর্তমানে তাদের নতুন Tecno Camon 19 Pro Mondrian Edition হ্যান্ডসেটটির সাহায্যে এক ধাপ এগিয়ে এই সংস্থাগুলির পাশে নিজের স্থান করে নেওয়ার চেষ্টায় রয়েছে। সম্প্রতি সংস্থার তরফে এই আপকামিং হ্যান্ডসেটের একটি টিজার প্রকাশ করা হয়েছে, যা থেকে জানা যাচ্ছে যে, Tecno Camon 19 Pro Mondrian Edition একটি অত্যাধুনিক প্রযুক্তির সাথে ভারতের বাজারে আসবে, যা সাদা থেকে একাধিক শেডে রঙ পরিবর্তন করতে সক্ষম। টেকনো এটিকে একটি "লাইট চেসিং" অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছে। চলুন এই নতুন প্রযুক্তির টেকনো স্মার্টফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
Tecno Camon 19 Pro Mondrian Edition প্রথম পলিক্রোম্যাটিক ফটোআইসোমার প্যানেলের স্মার্টফোন হিসেবে শীঘ্রই ভারতে আসছে
টেকনো তাদের ক্যামন সিরিজের অধীনে শীঘ্রই এদেশের বাজারে আনতে চলেছে, টেকনো ক্যামন ১৯ প্রো মন্ড্রিয়ান এডিশন নামে একটি বিশেষ প্রযুক্তির হ্যান্ডসেট। লঞ্চের আগে, টেকনো এই ফোনের অফিসিয়াল রেন্ডারও শেয়ার করেছে, যা এর রিয়ার প্যানেলে থাকা একাধিক আয়তক্ষেত্রাকার ব্লক প্রদর্শন করেছে। সাধারণ অবস্থায়, এর রিয়ার প্যানেলে শুধুমাত্র সাদা রঙের ব্লক রঙ দেখা যাবে, তবে যখন ডিভাইসটি সূর্যালোকের সংস্পর্শে আসবে, তখন বিভিন্ন ব্লকগুলি সাদা থেকে বিভিন্ন রঙে পরিবর্তিত হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, সম্প্রতি লঞ্চ হওয়া ভিভো ভি২৫ প্রো-এর মতো স্মার্টফোন শুধুমাত্র একটি শেড থেকে অন্য শেডে রঙ পরিবর্তন করতে পারে। আর তাই ক্যামন ১৯ প্রো মন্ড্রিয়ান এডিশনের ডিজাইনকে ইন্ডাস্ট্রিতে একটি পৃথক ধরণ হিসেবে তুলে ধরা হচ্ছে। স্পষ্টতই, এই রঙ-পরিবর্তনকারী ডিজাইনটি লঞ্চের সময় ডিভাইসটির সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হতে চলেছে।
প্রসঙ্গত, ওপ্পো এবং ভিভো-এর মতো ব্র্যান্ডের যে ফোনগুলিতে একই রকম কালার-চেঞ্জিং প্রযুক্তি দেখা গেছে, সেগুলির ব্যাক প্যানেল ফ্লুরাইট এজি (Fluorite AG) গ্লাস দ্বারা নির্মিত। তবে, ক্যামন ১৯ প্রো মন্ড্রিয়ান এডিশনে একটি অনন্য পলিক্রোম্যাটিক ফটোআইসোমার প্রযুক্তি ব্যবহার করা হবে। ফোনটি অতিবেগুনী রশ্মির অধীনে সালোকসংশ্লেষণের আণবিক বন্ধনের শৃঙ্খলের পুনরুদ্ধার এবং ভাঙার প্রভাবের ওপর নির্ভর করে, যা বর্ণহীন আণবিক গোষ্ঠীগুলিকে ক্রোমোজেনিক করে এবং আবার এটি বর্ণহীন হয়ে যায়। আর এই এফেক্টটি অর্জন করার জন্য, ফোনটিকে ২২টি ধাপ অতিক্রম করতে হবে, যার মাধ্যমে চূড়ান্ত প্রোডাক্টের রঙ একাধিক শেডে পরিবর্তিত হবে এবং আবার বর্ণহীন হয়ে যাওয়া সম্ভব হবে। টেকনো জানিয়েছে যে, এই ডিজাইনটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ডিভাইসটিকে ৫০০টি পুনরাবৃত্তির মধ্য দিয়ে যেতে হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, শ্রদ্ধেয় ডাচ শিল্পী পিয়েট মন্ড্রিয়ানের নামে Tecno Camon 19 Pro Mondrian Edition-এর নামটি দেওয়া হয়েছে। পিয়েট মন্ড্রিয়ান একজন চিত্রশিল্পী এবং শিল্প তাত্ত্বিক ছিলেন, যাকে ২০ শতকের অন্যতম সেরা শিল্পী হিসেবে গণ্য করা হয়। মন্ড্রিয়ান তার বিমূর্ত শিল্প এবং আলংকারিক চিত্রকর্মের জন্য বিশেষভাবে পরিচিত। Tecno Camon 19 Pro Mondrian Edition-টি মার্কিন যুক্তরাষ্ট্রের মিউজ ডিজাইন অ্যাওয়ার্ড (USA Muse Design Award) এবং ইতালির এ' ডিজাইন অ্যাওয়ার্ড (A’ Design Award)-এর মতো একাধিক পুরস্কারও জিতেছে। ইতালির এ' ডিজাইন অ্যাওয়ার্ড হল এমন একটি পুরস্কার যা সেরা ডিজাইনের কনসেপ্ট এবং প্রোডাক্টকে স্বীকৃতি দেয়। টেকনো ফোনটি চলতি মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে, তবে এর লঞ্চের নির্দিষ্ট তারিখটি এখনও প্রকাশ করা হয়নি। বলা হচ্ছে যে, ডিভাইসটিতে স্ট্যান্ডার্ড Tecno Camon 19 Pro মডেলের অনুরূপ স্পেসিফিকেশন থাকবে।
টেকনো ক্যামন ১৯ প্রো মন্ড্রিয়ান এডিশন-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Tecno Camon 19 Pro Mondrian Edition Expected Specifications)
গত জুলাই মাসে লঞ্চ হওয়া Camon 19 Pro-এর মতো, Mondrian Edition-এও ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে সর্বাধিক ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে, Tecno Camon 19 Pro Mondrian Edition সম্ভবত ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত থাকবে৷ আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে বলে আশা করা হচ্ছে। অবশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, রেগুলার ভ্যারিয়েন্টের মতো Camon 19 Pro Mondrian Edition-এও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।