নজরকাড়া ডিজাইন ও 108MP ক্যামেরা নিয়ে এন্ট্রি নিচ্ছে Tecno-র নতুন ফোন, ফিচার সত্যিই অবাক করবে

সম্প্রতি জানা গেছে যে টেকনো (Tecno) তাদের Camon সিরিজের অধীনে একটি নতুন ৫জি স্মার্টফোনের ওপর কাজ করছে, যার নাম Tecno Camon 20 Premier। ইতিমধ্যেই ডিভাইসটির…

সম্প্রতি জানা গেছে যে টেকনো (Tecno) তাদের Camon সিরিজের অধীনে একটি নতুন ৫জি স্মার্টফোনের ওপর কাজ করছে, যার নাম Tecno Camon 20 Premier। ইতিমধ্যেই ডিভাইসটির মূল স্পেসিফিকেশনের পাশাপাশি একটি লাইভ ইমেজও অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন এক টিপস্টার Tecno Camon 20 Premier 5G-এর সম্পূর্ণ ব্যাক প্যানেলের ডিজাইন, একটি নতুন কালার অপশন এবং লঞ্চ টাইমলাইন প্রকাশ করেছেন। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Tecno Camon 20 Premier 5G-এর লঞ্চ টাইমলাইন, কালার অপশন ও ডিজাইন

টিপস্টার পারস গুগলানি দাবি করেছেন যে, টেকনো ক্যামন ২০ প্রিমিয়ার ভারতীয় বাজারে আগামী মে মাসে লঞ্চ হবে। তিনি লাইট ব্লু কালারের ব্যাক প্যানেলের সাথে ডিভাইসটির একটি ছবিও শেয়ার করেছেন, যা থেকে জানা যাচ্ছে যে, এতে ফ্ল্যাট ফ্রেম এবং ফ্ল্যাট ব্যাক থাকবে। আর এর ক্যামেরা মডিউলটি পঞ্চভুজ আকৃতির হবে।

এছাড়াও, টিপস্টার আরও প্রকাশ করেছেন যে ফোনটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ চিপসেট দ্বারা চালিত হবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য, টেকনো ক্যামন ২০ প্রিমিয়ার অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সাথে আসবে। ভারতের বাজারে এর দাম ২৫,০০০ টাকার মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে।

Tecno Camon 20 Premier 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

পূর্ববর্তী রিপোর্ট অনুসারে, Tecno Camon 20 Premier 5G-তে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনটি প্রায় ৬ ইঞ্চির হবে বলে আশা করা হচ্ছে এবং এতে নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড থাকবে। Tecno Camon 20 Premier 5G মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ৮ জিবি র‍্যাম, ৮ জিবি ভার্চুয়াল মেমরি এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ক্যামেরার ক্ষেত্রে, Tecno Camon 20 Premier 5G-তে সেন্সর-শিফ্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ম্যাক্রো ইউনিট সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে৷ এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস ১৩ (HiOS 13) ইউজার ইন্টারফেসে চলবে। পরিশেষে, Tecno Camon 20 Premier 5G ব্ল্যাক এবং পিঙ্ক/বারগান্ডি কালার অপশনে পাওয়া যাবে বলে জানা গেছে।