512 জিবি স্টোরেজ ও 100 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Tecno Camon 30 5G ও Camon 30 Premier 5G

ভারতে লঞ্চ হল Tecno Camon 30 5G এবং Camon 30 Premier 5G স্মার্টফোন। দুটি ফোনই ক্যামেরা কেন্দ্রিক এবং এর দাম এদেশে ২২,৯৯৯...
SUMAN 18 May 2024 7:08 PM IST

ভারতে লঞ্চ হল Tecno Camon 30 5G এবং Camon 30 Premier 5G স্মার্টফোন। দুটি ফোনই ক্যামেরা কেন্দ্রিক এবং এর দাম এদেশে ২২,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। সিরিজের উভয় স্মার্টফোনই লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম ওএস, স্টেরিও স্পিকার সিস্টেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। তবে হ্যান্ডসেট গুলির ডিসপ্লে, প্রসেসর, জিপিইউ এবং ক্যামেরা বিভাগ স্বতন্ত্র। চলুন Tecno Camon 30 5G এবং Camon 30 Premier 5G ফোনের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Tecno Camon 30 5G এবং Camon 30 Premier 5G স্মার্টফোনের দাম ও লভ্যতা

এদেশের বাজারে সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ টেকনো ক্যামন ৩০ ৫জি মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে। এক্ষেত্রে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ বিকল্পের দাম যথাক্রমে ২২,৯৯৯ টাকা ও ২৬,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি - আইসল্যান্ড ব্যাসাল্টিক ডার্ক এবং ইউনি সল্ট হোয়াইট কালারে পাওয়া যাবে।

অন্যদিকে টেকনো ক্যামন ৩০ প্রিমিয়াম ৫জি ফোন ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ যুক্ত একক অপশনে লঞ্চ হয়েছে। এর দাম থাকছে ৩৯,৯৯৯ টাকা। এটি - লাভা ব্ল্যাক এবং স্নোই সিলভার কালারে উপলব্ধ।

আগ্রহীরা আগামী ২৩শে মে থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon) -এর মাধ্যমে টেকনো ক্যামন ৩০ সিরিজের ফোনগুলি কিনতে পারবেন। সেল অফারের অংশ হিসাবে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পুরো পেমেন্ট বা ইএমআই ট্রানজ্যাকশন করলে ফ্লাট ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া প্রত্যেক ক্রেতাকে ৪,৯৯৯ টাকার একটি স্মার্টওয়াচ অফার করা হবে।

Tecno Camon 30 5G এবং Camon 30 Premier 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

Tecno Camon 30 5G ফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPS AMOLED ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর এবং মালি জি৬১০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। অন্যদিকে Tecno Camon 30 Premier 5G মডেলে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত ৬.৭৭-ইঞ্চি ১.৫কে LTPO AMOLED ডিসপ্লে প্যানেল, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১৪০০ নিট। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্টিমেট চিপসেট এবং মালি জি৬১০ জিপিইউ সহ এসেছে। উভয় হ্যান্ডসেটই লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইওএস ১৪ কাস্টম স্কিন চালিত। সংস্থাটি এই সিরিজের সাথে তিনটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এবার আসা যাক ক্যামেরা বিভাগের প্রসঙ্গে। স্ট্যান্ডার্ড Tecno Camon 30 5G ফোনে ডুয়াল ফ্ল্যাশ ও লাইট সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সমর্থিত ১০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার ডিভাইসের সামনে ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়।

অন্যদিকে Tecno Camon 30 Premier 5G মডেলটি - OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর + ৩এক্স জুম যুক্ত ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স + ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এর রিয়ার ক্যামেরা মডিউলে কোয়াড ফ্ল্যাশ বিদ্যমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং অটোফোকাস ক্যামেরা দেওয়া হয়েছে। এই টপ-এন্ড ভ্যারিয়েন্টে সনি ইমেজিং চিপ ব্যবহার করা হয়েছে।

সিরিজ অধীনস্ত উভয় মডেলেই ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া দুটি ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম পাওয়া যাবে। পরিশেষে Tecno Camon 30 5G ফোনের পরিমাপ ১৬৫.৩৭×৭৫.৯৩×৭.৮৩ মিমি এবং Tecno Camon 30 Premier 5G মডেলের পরিমাপ ১৬২.৬৬×৭৬.২৩×৭.৯ মিমি।

Show Full Article
Next Story