ভাঁজ করলে বইয়ের মতো বড়! স্মার্টফোনের জগতে আলোড়ন ফেলে ট্রিপল-ফোল্ড ফোন আনল Tecno

Tecno Phantom Ultimate 2 ফোনটিকে গতকাল আইএফএ (IFA) বার্লিনে একটি তিন ভাঁজ করা বা ট্রাই ফোল্ডেবল স্মার্টফোন কনসেপ্ট হিসাবে উন্মোচন করা হয়েছে। নাম অনুসারে, হ্যান্ডসেটটিতে…

Tecno Phantom Ultimate 2 Tri Fold Concept Smartphone Unveiled

Tecno Phantom Ultimate 2 ফোনটিকে গতকাল আইএফএ (IFA) বার্লিনে একটি তিন ভাঁজ করা বা ট্রাই ফোল্ডেবল স্মার্টফোন কনসেপ্ট হিসাবে উন্মোচন করা হয়েছে। নাম অনুসারে, হ্যান্ডসেটটিতে ডুয়েল-হিং মেকানিজম ব্যবহার করে একটি ট্রিপল ফোল্ডেবল স্ক্রিন রয়েছে বলে মনে হচ্ছে। এটিকে গত ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) 2024 ইভেন্টে কোম্পানি দ্বারা উন্মোচন করা রোলেবল কনসেপ্ট, Tecno Phantom Ultimate মডেলের উত্তরসূরি হিসেবে প্রকাশ করা হয়েছিল। যদিও এর নতুন কনসেপ্ট ডিভাইসে ভাঁজ করার সময় একটি কমপ্যাক্ট ক্যান্ডি বার ফর্ম ফ্যাক্টর রয়েছে, যা একেবারে নূন্যতম ক্রিজের সাথে একটি বিশাল তিন ভাঁজ করা 10 ইঞ্চির ইনার ডিসপ্লে অফার করবে। যাইহোক, টেকনো এই হ্যান্ডসেটটি শীঘ্রই বাজারে আনবে কিনা, তা নিশ্চিতভাবে জানায়নি।

Tecno Phantom Ultimate 2 স্পেসিফিকেশন

টেকনোর মতে, ফ্যান্টম আলটিমেট 2 একটি 6.48 ইঞ্চির কভার ডিসপ্লে এবং 1,620 x 2,880 পিক্সেল রেজোলিউশন সহ বিশাল 10 ইঞ্চির এলটিপিও ওলেড (LTPO OLED) স্ক্রিন থাকবে। এই ডিসপ্লেটি 4:3 অ্যাসপেক্ট রেশিও অফার করবে। কোম্পানি আরও দাবি করেছে যে, এটি বাজারে প্রথম ফোল্ডেবল ডিভাইস যা টাচ অ্যান্ড ডিসপ্লে ড্রাইভার ইন্টিগ্রেশন (TDDI) প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে একটি চিপে ডিসপ্লে ড্রাইভার এবং টাচ সেন্সর উভয়ই অবস্থান করে।

এছাড়া, একটি অতিরিক্ত ফোল্ডিং স্ক্রিন থাকা সত্ত্বেও টেকনো ফ্যান্টম আলটিমেট 2 ফোনটি 11 মিলিমিটার স্লিম হবে। অর্থাৎ এটি গুগল পিক্সেল 9 প্রো ফোল্ড (10.5 মিলিমিটার) এর মতো বাজারের অন্যান্য বুক-স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোনের মতোই এর পুরুত্ব বজায় রাখবে। তবে, এটি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 6 ফোনের থেকে স্লিম। ফোল্ড করা অবস্থায় স্যামসাংয়ের ডিভাইসটির পুরুত্ব 12.1 মিলিমিটার।

টেকনো ফ্যান্টম আলটিমেট 2-এ একটি ডুয়াল-হিং মেকানিজমও রয়েছে, যা 3,00,000 ফোল্ড এবং আনফোল্ড সম্পর্কিত পরীক্ষার মধ্য দিয়ে গেছে বলে জানা গেছে। স্মার্টফোনটিতে একটি আল্ট্রা-স্লিম ব্যাটারিও রয়েছে, যা মাত্র 0.25 মিমি চওড়া।

যদিও ট্রাই-ফোল্ড হ্যান্ডসেটের কনসেপ্টটি প্রদর্শন করা হয়েছে, তবে টেকনো এখনও নিশ্চিত করেনি যে কবে এবং কখন হ্যান্ডসেটটির উৎপাদন শুরু হবে। কনসেপ্ট স্মার্টফোনগুলি সাধারণত কোম্পানির উৎপাদন দক্ষতা এবং এটির বিকাশের অধীনে থাকা প্রযুক্তিগুলিকে হাইলাইট করার জন্য প্রকাশ করা হয়। তবে, আরেক চীনা কোম্পানি, হুয়াওয়ে (Huawei)-ও একটি ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন শীঘ্রই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে এবং এই ক্যাটাগরির ডিভাইস বাজারে আনার জন্য বিশ্বের প্রথম কোম্পানি হওয়ার পরিকল্পনা করেছে। সম্ভবত আসন্ন হুয়াওয়ে ফোনটি অক্টোবরে আয়োজিত একটি ইভেন্টে উন্মোচন করা হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন