সাশ্রয়ী মূল্যে ফ্লিপ অ্যান্ড ফোল্ড স্মার্টফোন আনল Tecno, রয়েছে ফাটাফাটি ক্যামেরা

Tecno Phantom V Flip2 লঞ্চ হল। এটি সাশ্রয়ী মূল্যে একাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অফার করে। ফোনটি দুটি কালার অপশনে পাওয়া যাবে।

Tecno Phantom V Flip 2 5G Launched With Amoled Display Dimensity 8020 Chipset 70W Fast Charging

টেকনো বাজারে আনলো তাদের লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোন, Tecno Phantom V Flip2। এটি একটি ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডিং হ্যান্ডসেট, যার লক্ষ্য হল বাজারে বিদ্যমান Motorola Razr 50 মডেলটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করা এবং ফ্ল্যাগশিপ Samsung Galaxy Z Flip 6 ফোনের একটি সাশ্রয়ী বিকল্প হয়ে ওঠা। এই নতুন ডিভাইসটি তার পূর্বসূরির তুলনায় বেশ কিছু আপগ্রেড সহ এসেছে, যার মধ্যে রয়েছে বড় কভার ডিসপ্লে, উন্নত ক্যামেরা এবং আরও শক্তিশালী ব্যাটারি। আসুন Tecno Phantom V Flip2 ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Tecno Phantom V Flip2 ফোনের স্পেসিফিকেশন:

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ২ ফোনে কাস্টমাইজযোগ্য ৩.৬৪ ইঞ্চির কভার স্ক্রিন রয়েছে, যা ২,০০০টিরও বেশি অ্যাপ সাপোর্ট করে, ফোনটি খোলার প্রয়োজন ছাড়াই এটি দিয়ে প্রয়োজনীয় ফাংশনে দ্রুত অ্যাক্সেস করা যাবে। হ্যান্ডসেটটির ভিতরে ৬.৯ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) ডিসপ্লে বিদ্যমান, যা চোখের আরামের জন্য ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং সহ আকর্ষণীয় ভিজ্যুয়াল সরবরাহ করে।

আরও পড়ুন: বিনামূল্যে পান Disney+ Hotstar দেখার সুবিধা, Jio, Airtel, Vi এর সবচেয়ে সস্তা প্ল্যান দেখে নিন

এই ফোল্ডিং হ্যান্ডসেটটি ৪,০০,০০০ বার ফোল্ড সহ্য করতে পারে বলে দাবি করা হয়েছে। এতে একটি এরোস্পেস-গ্রেড স্টিল হিঞ্জ রয়েছে, যার স্থায়িত্ব একটি মূল ফোকাস। এছাড়াও, টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ২ মডেলটি ৩০ এবং ১৫০ ডিগ্রীর মধ্যে ফোল্ড অ্যাঙ্গেল স্যাপার্ট করে, বিভিন্ন ব্যবহারের পরিস্থিতিতে ফ্লেক্সিবিলিটি প্রদান করে।

পারফরম্যান্সের জন্য, Tecno Phantom V Flip2 হ্যান্ডসেটটি MediaTek Dimensity 8020 চিপসেট দ্বারা চালিত, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইওএস (HiOS) কাস্টম স্কিনে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে বড় ৪,৭২০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: মোদি সরকারের নতুন প্রকল্পে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে ইলেকট্রিক স্কুটার-বাইক

ফটোগ্রাফির ক্ষেত্রে,Tecno Phantom V Flip2 মডেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ১৫০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যায়৷ কভার স্ক্রিনে ইন্টারেক্টিভ পেটস, মিনি-গেমস এবং একটি ফুল কীবোর্ডের মতো অতিরিক্ত ফিচার রয়েছে।

Tecno Phantom V Flip2 ফোনের মূল্য এবং লভ্যতা

Tecno Phantom V Flip2 ফোনটি আগামী ২৩ সেপ্টেম্বর থেকে আফ্রিকায়, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকায় লঞ্চের সাথে পাওয়া যাবে। এটির দাম ৬৯৯ ডলার (প্রায় ৫৮,৬৩৫ টাকা)৷ ফোনটি ট্র্যাভারটাইন গ্রিন এবং মুনডাস্ট গ্রে কালার অপশনগুলিতে উপলব্ধ৷ Tecno Phantom V Flip2 কবে ভারত সহ গ্লোবাল মার্কেটে আসবে, তা এখনও ঘোষণা করা হয়নি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন