ভারতে লঞ্চের আগেই Tecno Phantom V Flip-এর দাম ফাঁস, চাপে পড়বে Samsung

টেকনো (Tecno) আগামী ২২ সেপ্টেম্বর পরবর্তী গ্লোবাল ফ্ল্যাগশিপ লঞ্চ ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে তারা Phantom V Flip ফোল্ডেবল উন্মোচন করবে বলে জানা গেছে। এই…

টেকনো (Tecno) আগামী ২২ সেপ্টেম্বর পরবর্তী গ্লোবাল ফ্ল্যাগশিপ লঞ্চ ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে তারা Phantom V Flip ফোল্ডেবল উন্মোচন করবে বলে জানা গেছে। এই ফ্লিপ স্মার্টফোনটি মিড-রেঞ্জ মার্কেট সেগমেন্টকে টার্গেট করবে বলে অনুমান করা হচ্ছে, যা বহু গ্রাহকদের কাছে সুলভ হবে। যদিও ব্র্যান্ড আনুষ্ঠানিকভাবে Tecno Phantom V Flip-এর মূল্য প্রকাশ করেনি, তবে এক সুপরিচিত টিপস্টার ভারতে এই ফোল্ডেবলটির সম্ভাব্য দাম ফাঁস করেছেন।

সামনে এল Tecno Phantom V Flip-এর প্রাইস রেঞ্জ

টিপস্টার পারস গুগলানি-এর এক্স (সাবেক টুইটার) পোস্ট অনুসারে, টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ-এর দাম ভারতে ৫০,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকার মধ্যে থাকবে। এই প্রাইস পয়েন্টে, ডিভাইসটি মোটোরোলা রেজার ৪০-এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। এই দামে দেশের অন্যতম সস্তা ফ্লিপ স্টাইলের ফোল্ডেবল ফোন হিসাবে পরিচিতি পাবে এটি। টেকনো কবে ভারতে এই ডিভাইসটি লঞ্চ করার পরিকল্পনা করছে, তা স্পষ্ট নয়। অবশ্য অফিসিয়াল টিজার ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে।

Tecno Phantom V Flip-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ-এ ৬.৯ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, যা ১,০৮০ x ২,৪৬০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। উচ্চ মানের সেলফির জন্য, প্রাইমারি ডিসপ্লেতে একটি শক্তিশালী ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করবে। আর নোটিফিকেশন এবং তথ্য দ্রুত অ্যাক্সেসের জন্য পিছনে ৪৬৬ x ৪৬৬ পিক্সেলের রেজোলিউশন সহ ১.৩২ ইঞ্চির কভার ডিসপ্লে থাকবে। ফ্যান্টম ভি ফ্লিপ ডাইমেনসিটি ৮০৫০ চিপের সাথে আসবে, যা শক্তিশালী কর্মক্ষমতা প্রদান করে। এটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে।

ফটোগ্রাফির জন্য, Phantom V Flip-এর রিয়ার শেলে অটোফোকাস সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা অবস্থান করবে, যার সাথে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স যুক্ত থাকবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, এই ডিভাইসটিতে ৪,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ কানেক্টিভিটির জন্য, Tecno Phantom V Flip-এ ওয়াই-ফাই ৮০২.১১এএক্স, ব্লুটুথ ৫.৩ এবং ১৪টি ভিন্ন ৫জি ব্যান্ড অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, টেকনোর এই ক্ল্যামশেল ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক হাইওএস ১৩ (HiOS 13) কাস্টম স্কিনে রান করবে।