Tecno-র নতুন চমক, মাঝখান থেকে ভাঁজ করা যায় এমন স্মার্টফোন আনছে সংস্থা
গত মার্চ মাসে Tecno Phantom V Fold-এর হাত ধরে টেকনো ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রবেশ করেছে। ব্র্যান্ডটি এই ডিভাইসের...গত মার্চ মাসে Tecno Phantom V Fold-এর হাত ধরে টেকনো ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রবেশ করেছে। ব্র্যান্ডটি এই ডিভাইসের ক্ষেত্রেও তাদের বিশেষত্ব বজায় রেখেছে। অর্থাৎ অন্যান্য লিডিং ব্র্যান্ডের মতো হাই-এন্ড ও ব্যয়বহুল ফোল্ডেবল ফোন নয়, টেকনো সাশ্রয়ী মূল্যে মিড-রেঞ্জের হার্ডওয়্যারের সাথে Phantom V Fold বাজারে এনেছে। ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে টেকনোর এই ভিন্নধর্মী কৌশলটি যথেষ্ট সাফল্য লাভ করেছে, কারণ ইতিমধ্যেই Tecno Phantom V Fold গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে এবং বিক্রিও বেশ ভালো হচ্ছে। এই সাফল্যকে পাথেয় করে টেকনো খুব শীঘ্রই একটি ফোল্ডেবল ফ্লিপ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যা Tecno Phantom V Flip বা Phantom V Yoga নামে আত্মপ্রকাশ করতে পারে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে।
Tecno Phantom V Flip/ Yoga পেল FCC-এর অনুমোদন
AD11 মডেল নম্বর সহ টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিং অনুসারে, ফোনটি ২জি, ৩জি, ৪জি এবং ৫জি নেটওয়ার্কের সাথে কম্প্যাটিবল হবে এবং এটি ওয়াই-ফাই ও ব্লুটুথ সাপোর্ট করবে৷ এছাড়া ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি-এর একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর ডুয়েল ব্যাটারি সেটআপ, যা ১,১৬৫ এমএএইচ এবং ২,৭৩৫ এমএএইচ ক্ষমতাসম্পন্ন দুটি শেলের সমন্বয়ে গঠিত। এই কনফিগারেশনটি ফ্লিপ ফোনের টিপিক্যাল ভ্যালু এবং এর ফলে ডিভাইসটি ৩,৯০০ এমএএইচ-এর সম্মিলিত ব্যাটারি ক্ষমতা প্রদান করবে।
এছাড়াও, এফসিসি তালিকা থেকে জানা গেছে যে ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি-এর সাথে U450TSA মডেল নম্বর যুক্ত একটি চার্জিং অ্যাডাপ্টার থাকবে, যা ৪৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং গতি সাপোর্ট করবে। এই একইরকম চার্জিং অ্যাডাপ্টার টেকনো পোভা ৫-এও ব্যবহৃত হয়েছে। তবে এগুলি ছাড়া, এফসিসি ডেটাবেসে থেকে ফোল্ডেবলটির সম্পর্কে আর কোনও তথ্য জানা যায়নি। কিন্তু ইতিমধ্যেই কিছু রিপোর্টে ফ্যান্টম ভি ফ্লিপ-এর কয়েকটি বৈশিষ্ট্য ফাঁস করা হয়েছে।
Tecno Phantom V Flip/ Yoga-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Tecno Phantom V Flip 5G-তে ফুলএইচডি+ রেজোলিউশনের ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ চিপসেট দ্বারা চালিত হবে, যা শক্তিশালী পারফরম্যান্স প্রদান করবে। ফোনটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ অফার করতে পারে। Phantom V Flip 5G অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক কোম্পানির হাইওএস ১৩ (HiOS 13) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, Tecno Phantom V Flip 5G-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকতে পারে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Tecno Phantom V Flip 5G-তে ৪,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে।