Tecno Phantom V Flip: ছুটির দিনেই দেশের সবচেয়ে সস্তা ফ্লিপ-ফোল্ড ফোনের সেল, কোথায় পাবেন জেনে নিন
টেকনো গত সপ্তাহে ভারতে তাদের প্রথম ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন, Tecno Phantom V Flip লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটটি...টেকনো গত সপ্তাহে ভারতে তাদের প্রথম ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন, Tecno Phantom V Flip লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটটি বাজারে আনার পিছনে ব্র্যান্ডের মূল লক্ষ্য হল সাশ্রয়ী মূল্যের সাথে ফোল্ডেবল ফোনকে জনসাধারণের হাতের নাগালে আনা। এটি বর্তমানে সবচেয়ে সস্তা ফ্লিপ ফোনগুলির মধ্যে অন্যতম, যা পকেটে টান না ফেলেই পকেটস্থ করা সম্ভব৷ Tecno Phantom V Flip ফোনটি LTPO AMOLED ডিসপ্লে এবং MediaTek Dimensity 8050 5G চিপসেট অফার করে। এবার কোম্পানি জানিয়েছে যে, ডিভাইসটি আগামীকাল (১ অক্টোবর) থেকে ভারতে বিক্রির জন্য উপলব্ধ হবে।
Tecno Phantom V Flip সস্তায় অফার করছে একাধিক দুর্দান্ত স্পেসিফিকেশন
টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ভারতে অ্যামাজন (Amazon India)-এ আগামীকাল, ১ অক্টোবর থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। প্রাথমিক সেলের সময়, এটি ৪৯,৯৯৯ টাকার বিশেষ মূল্যে পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা ফোনটিকে আইকনিক ব্ল্যাক এবং মিস্টিক ডন কালার অপশনের মধ্যে বেছে নিতে পারবেন।
স্পেসিফিকেশন সম্পর্কে বললে, টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ-এ ৪৬৬ x ৪৬৬ রেজোলিউশন সহ ১.৩২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) কভার ডিসপ্লে প্যানেল রয়েছে। আর ভিতরের দিকে একটি ৬.৯ ইঞ্চির ফুলএইচডি+ (১,০৮০ x ২,৪৬০ পিক্সেল) ফ্লেক্সিবল এলটিপিও অ্যামোলেড প্যানেল রয়েছে, যার অ্যাসপেক্ট রেশিও ২০.৫:৯, পিক ব্রাইটনেস ১,০০০ নিট এবং সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ৷
পারফরম্যান্সের ক্ষেত্রে, Tecno Phantom V Flip 5G-তে MediaTek Dimensity 8050 5G চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত৷ তবে, এটি কোনও নতুন চিপসেট নয়। মিডিয়াটেক সম্প্রতি তাদের পোর্টফোলিওর বেশিরভাগ চিপকে রিব্র্যান্ড করেছে। Dimensity 8050 মূলত একটি রিব্র্যান্ডেড Dimensity ১৩০০ চিপসেট, যা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৬ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি।
এছাড়াও ফটোগ্রাফির জন্য, টেকনোর এই ফ্লিপ ফোনের রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের প্রাইমারি ডিসপ্লের ওপরে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Phantom V Flip 5G-তে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। কোম্পানি দাবি করেছে যে, মাত্র ১০ মিনিটের মধ্যে ফোনের ৩৩% চার্জ পূর্ণ করা সম্ভব।