Tecno Phantom V Fold 2 ও V Flip 2 সবচেয়ে বড় ব্যাটারি সহ লঞ্চ হল, দাম শুরু মাত্র 34,999 টাকা থেকে
টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 এর 12GB + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 79,999 টাকা। আর ফ্যান্টম ভি ফ্লিপ 2 এর 8GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 34,999 টাকা।
Highlights
• Tecno Phantom V Fold 2 ও Phantom V Flip 2 আজ 6 ডিসেম্বর ভারতে লঞ্চ হয়েছে।
• টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 এর দাম 79,999 টাকা। আর ফ্যান্টম ভি ফ্লিপ 2 এর দাম রাখা হয়েছে 34,999 টাকা।
• ফ্যান্টম ভি ফোল্ড 2 ফোনে ফ্যান্টম ভি পেন এবং টেকনো AI ফিচার সাপোর্ট করবে, যা আপনার উৎপাদনশীলতা বাড়াবে।
Tecno আজ অর্থাৎ 6,0ডিসেম্বর ভারতে দুটি ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে, যাদের নাম - Tecno Phantom V Fold 2 ও Phantom V Flip 2। যারা সস্তায় ফোল্ডেবল ফোন ব্যবহারের স্বাদ পেতে চান তাদের জন্য এই সিরিজটি উপযুক্ত, কারণ টেকনোর নতুন ফ্যান্টম সিরিজের দাম শুরু হয়েছে 34,999 টাকা। আর এই ডিভাইসগুলিতে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট ও 70W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোন দুটি Tecno Phantom V Fold ও Phantom V Flip এর উত্তরসূরি হিসেবে এসেছে। আসুন এদের দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Tecno Phantom V2 সিরিজের ভারতে দাম ও সেল ডেট
টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 এর 12GB + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 79,999 টাকা। আর ফ্যান্টম ভি ফ্লিপ 2 এর 8GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 34,999 টাকা। তবে মনে রাখবেন সেলে এই দামে ডিভাইস দুটি কেনা যাবে। পরে এর দাম আরও বাড়ানো হতে পারে।
আগামী ১৩ ডিসেম্বর থেকে দুটি মডেলের বিক্রি শুরু হবে। এগুলো অ্যামাজন থেকে কেনা যাবে। ফ্যান্টম ভি ফোল্ড 2 দুটি রঙে কেনা যাবে: ক্রাস্ট গ্রিন এবং রিপলিং ব্লু। ফ্যান্টম ভি ফ্লিপ 2 দুটি রঙে এসেছে - ট্র্যাভারটাইন গ্রিন এবং মুনডাস্ট গ্রে।
Tecno Phantom V2 সিরিজ: সবচেয়ে শক্তিশালী ফোল্ডেবল ফোন
টেকনো ফ্যান্টম V2 সিরিজের দুটি ফোনই বেশ শক্তিশালী। সংস্থার তরফে জানানো হয়েছে, ফ্যান্টম ভি ফোল্ড 2 এমনভাবে তৈরি করা হয়েছে যা দীর্ঘদিন ধরে কোনো সমস্যা ছাড়াই চলবে। এর ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস, ভিক্টাস 2 প্রোটেকশন এবং অ্যারোস্পেস-গ্রেড হিঞ্জ। একইভাবে, ফ্যান্টম ভি ফ্লিপ 2 আপনার দিনের প্রতিটি কাজ ভালোভাবেই সম্পন্ন করতে পারবে। এর ডিসপ্লেতে রয়েছে অ্যারোস্পেস-গ্রেড হিঞ্জ এবং কর্নিং গরিলা গ্লাস 8 প্রোটেকশন। টেকনো বলছে, দুটি মডেলই 4 লাখেরও বেশি বার ভাঁজ করে পরীক্ষা করা হয়েছে।
Tecno Phantom V Fold 2 ও Phantom V Flip 2 এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে ও প্রসেসর
টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 ফোনে রয়েছে 7.85 ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে এবং 6.42 ইঞ্চি কভার। সংস্থার দাবি, এক লক্ষ টাকার কম দামের ফোল্ডেবল ফোনের মধ্যে এতেই সবচেয়ে বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 24 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম 12 জিবি) এবং 512 জিবি স্টোরেজ সহ এসেছে।
অন্যদিকে ফ্যান্টম ভি ফ্লিপ 2 তাদের জন্য ডিজাইন করা হয়েছে যারা স্টাইলিশ ফ্লিপ ফোনের আকাঙ্খা রাখেন। এতে রয়েছে 6.9 ইঞ্চি প্রধান ডিসপ্লে এবং 3.64 ইঞ্চি কভার ডিসপ্লে। ডিভাইসটি 256 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম (ভার্চুয়াল 8 জিবি) সহ এসেছে। দুটি ফোনেই রয়েছে ডলবি অ্যাটমস স্পিকার।
ক্যামেরা
ফ্যান্টম ভি ফ্লিপ 2 মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য এতে পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ক্লাসিক ডিভি মোড, ফ্রি ক্যামেরা স্ট্যান্ডের মতো মোড রয়েছে।
ফ্যান্টম ভি ফোল্ড 2 স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত, যেখানে ওআইএস সহ 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2x অপটিক্যাল জুম / 20x ডিজিটাল জুম সহ 50-মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা রয়েছে। সেলফির জন্য, এতে দুটি ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে এবং উভয়ই 32 মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে।
ব্যাটারি
ফ্যান্টম ভি ফোল্ড 2 ফোনে 70W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 5750mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি "ফোল্ডেবল ফোনের বৃহত্তম ব্যাটারি" এতেই ব্যবহার করা হয়েছে। টেকনো এখানে এয়ারসেলের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করেছে। এদিকে ফ্যান্টম ভি ফ্লিপ 2 ডিভাইসটি 4720mAh ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। এই ব্যাটারি 70W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
AI ফিচার
ফ্যান্টম ভি ফোল্ড 2 ফোনে ফ্যান্টম ভি পেন এবং টেকনো এআই ফিচার সাপোর্ট করবে, যা আপনার উৎপাদনশীলতা বাড়াবে। ইমেজ কাটআউট এবং সার্কেল-টু-সার্চের মতো এআই চালিত ফিচার এতে রয়েছে, যা সৃজনশীলতার পাশাপাশি মাল্টিটাস্কিংকে আরও সহজ করে তুলবে। এই স্মার্টফোনে এআই ইমেজ রিমুভাল, এআই ইমেজ কাটআউট, এআই রাইটিং, সার্কেল টু সার্চ এবং হ্যান্ডরাইটিং টু টেক্সটের মতো ফিচার উপস্থিত।
টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 এর 12GB + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 79,999 টাকা। আর ফ্যান্টম ভি ফ্লিপ 2 এর 8GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 34,999 টাকা।