Foldable Phone: 2 হাজার টাকার Pen ফ্রি, 20 হাজার টাকার ডিসকাউন্ট কুপন, ধামাকা অফার
Xiaomi Mix Flip 2 এর চীনা এবং গ্লোবাল, উভয় মডেলই জিএসএমএ আইএমইআই ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছিল, যা ইঙ্গিত দিয়েছিল যে ফোল্ডেবল ফোনটি 2025 সালের মে মাসের দিকে লঞ্চ হবে। এর চাইনিজ ভ্যারিয়েন্টের মডেল নম্বর হল "2505APX7BC"।
ফোল্ডেবল স্মার্টফোনের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। এই ধরনের ডিভাইসগুলি ফোন এবং ট্যাবলেট উভয় রুপে ব্যবহার করা যায়। তবে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী বিল্ডের কারণে এই ধরনের স্মার্টফোনের দাম বেশি। যদিও বিশেষ বিষয় হল চীনা ব্র্যান্ড টেকনো অতি সস্তায় ভারতে এনেছে Tecno Phantom V Fold 2। এই ফোল্ডেবল ফোনটি এখন বাম্পার ডিল সহ উপলব্ধ। ডিসকাউন্ট কুপন সহ এর সাথে ব্যাঙ্ক অফার ও অন্যান্য অফার পাওয়া যাচ্ছে। আবার টেকনো ফ্যান্টম ভি পেনও বিনামূল্যে দেওয়া হচ্ছে।
Tecno Phantom V Fold 2 এর উপর লোভনীয় অফার
ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে 99,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে ফ্যান্টম ভি ফোল্ড 2। এই মূল্য ডিভাইসটির 12GB RAM এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের। এর সাথে 20,000 টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যারপর ফোনের দাম 79,999 টাকা হয়ে যাবে। আবার কানাড়া ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 1,000 টাকা ছাড় পাবেন।
আবার পুরানো ডিভাইস বদল করলে 48,850 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে, যার মূল্য পুরানো ফোনের মডেল এবং তার অবস্থার উপরে নির্ভর করবে। এর সাথে 1,999 টাকা মূল্যের Tecno Phantom V Pen বিনামূল্যে পাওয়া যাচ্ছে।
Tecno Phantom V Fold 2 এর স্পেসিফিকেশন
টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 এর ভিতরে 7.85-ইঞ্চি ফোল্ডেবল এলটিপিও ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট অফার করে। বাইরে দেখা যাবে 6.42 ইঞ্চির থ্রিডি কার্ভড কভার ডিসপ্লে। এই ডিভাইসে আল্ট্রা-এইচডি পেন্টা ক্যামেরা সেটআপ বর্তমান। ব্যাক প্যানেলে ওআইএস সহ 50 মেগাপিক্সেল + 50 মেগাপিক্সেল + 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ ছাড়াও কভার ডিসপ্লে ও প্রাইমারি ডিসপ্লে দুটোতেই রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+ প্রসেসর দেওয়া হয়েছে। এই ডিভাইসে 5750mAh ব্যাটারি উপস্থিত। এই ব্যাটারি 70W ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Xiaomi Mix Flip 2 এর চীনা এবং গ্লোবাল, উভয় মডেলই জিএসএমএ আইএমইআই ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছিল, যা ইঙ্গিত দিয়েছিল যে ফোল্ডেবল ফোনটি 2025 সালের মে মাসের দিকে লঞ্চ হবে। এর চাইনিজ ভ্যারিয়েন্টের মডেল নম্বর হল "2505APX7BC"।