AI প্রযুক্তির দুর্দান্ত ফোল্ডেবল স্মার্টফোন আনছে এই সংস্থা, চাপে পড়বে Samsung

গত মাসে টেকনো তাদের আসন্ন Tecno Phantom V Fold 2 এবং Tecno Phantom V Flip 2 ফোল্ডেবল ফোনগুলির জন্য প্রথম টিজারগুলি প্রকাশ করেছে৷ তবে, কোম্পানি…

tecno phantom v fold 2 v flip 2 specifications leaked via presentation images

গত মাসে টেকনো তাদের আসন্ন Tecno Phantom V Fold 2 এবং Tecno Phantom V Flip 2 ফোল্ডেবল ফোনগুলির জন্য প্রথম টিজারগুলি প্রকাশ করেছে৷ তবে, কোম্পানি এখনও এই পরবর্তী প্রজন্মের ডিভাইসগুলির স্পেসিফিকেশন এবং লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। সাম্প্রতিক প্রতিবেদন উভয় মডেলের লাইভ শট প্রকাশ করেছে এবং দাবি করেছে যে সেগুলি ঘানায় আগামী 8 সেপ্টেম্বর থেকে কেনার জন্য উপলব্ধ হবে৷ একটি প্রকাশনা এখন Phantom V Fold 2 এবং Phantom V Flip 2-এর জন্য বহুল প্রত্যাশিত স্পেসিফিকেশন প্রকাশ করেছে।

Tecno Phantom V Fold 2 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্পিলসামবিনসের রিপোর্টে শেয়ার করা লাইভ ইমেজগুলি প্রকাশ করেছে যে, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 (মডেল নম্বর AE10) 6.45 ইঞ্চির কভার স্ক্রিন এবং 7.85 ইঞ্চির ইনার ফোল্ডেবল ডিসপ্লে থাকবে। উভয় অ্যামোলেড (AMOLED) প্যানেল 120 হার্টজ এলটিপিও প্রযুক্তি সাপোর্ট করবে। ক্যামেরার ক্ষেত্রে, ডিভাইসটির পিছনের প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 50 মেগাপিক্সেলের পোর্ট্রেট (টেলিফটো) লেন্স থাকবে। আর ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যাবে। ডিভাইসটি টু ওয়ে কর্ভারসান এবং কল অ্যান্ড টেক্সট সামারির মতো এআই ফিচার সাপোর্ট করবে। টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 নোট টেকিং, হ্যান্ডরাইটিং ক্যালকুলেশন, এআই ড্রয়িংয়ের মতো ফিচারগুলির জন্য ফ্যান্টম ভি পেন স্টাইলাস সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য, ফ্যান্টম ভি ফোল্ড 2 হ্যান্ডসেটে একই মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্লাস থাকবে, যা গত বছর প্রথম প্রজন্মের ফ্যান্টম ভি ফোল্ডে ব্যবহার করা হয়েছে। এতে 12 জিবি র‍্যাম, 12 জিবি ভার্চুয়াল র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 হ্যান্ডসেটটি 5,750 এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা এখনও পর্যন্ত একটি ফোল্ডেবল ফোনের জন্য সবচেয়ে বড় ব্যাটারি। এটি 70 ওয়াট ওয়্যার্ড এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন : সস্তায় Honor Pad X8a ভারতে লঞ্চ হল, 8 জিবি র‌্যাম সহ পাবেন 8300mAh ব্যাটারি

Tecno Phantom V Fold 2 ফোনের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 5G ডুয়েল সিম, মাল্টি-ফাংশনাল এনএফসি, ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্পিকার এবং একটি লেয়ার ফাইবার গ্লাস ব্যাক। পরিশেষে, আনফোল্ড করা অবস্থায় এতে 5.8 মিলিমিটারের একটি স্লিম প্রোফাইল দেখা যাবে। এটি কার্স্ট গ্রিন এবং রিপলিং ব্লু – এর মতো কালার অপশনগুলিতে বিক্রি হবে।

Tecno Phantom V Flip 2 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Tecno Phantom V Flip 2 (মডেল নম্বর AE11) হ্যান্ডসেটে 6.9 ইঞ্চির 120 হার্টজ এলটিপিও (LTPO) ফোল্ডেবল স্ক্রিন থাকবে। বাইরের দিকে, একটি 3.64 ইঞ্চির কভার ডিসপ্লে দেখা যাবে, যা তার পূর্বসূরিতে থাকা বৃত্তাকার আউটার স্ক্রিনের থেকে উল্লেখযোগ্যভাবে বড়। Tecno Phantom V Flip 2 এর কভার ডিসপ্লে মিনি গেম, একটি ফুল সাইজ কীবোর্ড, ডায়নামিক পোর্ট ফাংশনালিটি এবং আরও অনেক কিছু সাপোর্ট করবে। স্ক্র্যাচ থেকে সুরক্ষার জন্য এটিতে গরিলা গ্লাস ভিক্টাসের একটি স্তরও থাকবে।

ফটোগ্রাফির জন্য, Tecno Phantom V Flip 2 ফোনের রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স অবস্থান করবে। আর সেলফির জন্য ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এতে এআই ইরেজার, এআই পিকচার কাটআউট এবং এআই পোট্রেটের মতো কিছু এআই-চালিত ফটোগ্রাফি ফিচার থাকবে। যদিও রিপোর্টগুলি দাবি করেছে যে Tecno Phantom V Flip 2 মডেলে MediaTek Dimensity 8050 চিপসেটটি ব্যবহৃত হবে, তবে ফাঁস হওয়া ছবিটি চিপের নাম প্রকাশ করেনি।

এছাড়াও জানা গেছে যে, Tecno V Flip 2 হ্যান্ডসেটটি 4,750 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে, যা Xiaomi Mix Filp এবং Honor Magic V Flip এর ব্যাটারির চেয়ে সামান্য ছোট। V Flip 2 তে 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এটি দুটি শেডে পাওয়া যাবে – ট্র্যাভারটাইন গ্রিন এবং মুনডাস্ট গ্রে।

আরও পড়ুন : অপেক্ষা শেষ! Vivo T3 Ultra 5G স্মার্টফোনের বাজারে ‘বিস্ফোরণ’ ঘটাতে লঞ্চ হচ্ছে, দাম সহ ফিচার ফাঁস

Tecno Phantom V Fold 2 এবং Tecno V Flip 2 হ্যান্ডসেটের দাম (প্রত্যাশিত)

আগের একটি রিপোর্ট অনুসারে, Tecno Phantom V Fold 2 (12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ) এবং Tecno Phantom V Flip 2 (8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ) এর দাম হবে যথাক্রমে 16,550 ঘানাইয়ান সিডি (প্রায় 88,705 টাকা) এবং 9,800 ঘানাইয়ান সিডি (প্রায় 52,530 টাকা) হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন