30 হাজারের বেশি ছাড়ে মিলছে এই Smartphone, বইয়ের মতো ভাঁজ হবে, পাবেন বহু প্রিমিয়াম ফিচারও

বাজারে ফোল্ডেবল জেনারের প্রথম স্মার্টফোন লঞ্চ হয়েছিল 2018 সালে, যারপর বিগত 6 বছরের কাছাকাছি সময়ে এই ডিজাইনের ফোনগুলি...
Anwesha Nandi 29 March 2024 11:38 AM IST

বাজারে ফোল্ডেবল জেনারের প্রথম স্মার্টফোন লঞ্চ হয়েছিল 2018 সালে, যারপর বিগত 6 বছরের কাছাকাছি সময়ে এই ডিজাইনের ফোনগুলি মূলধারার মোবাইল সেক্টরের একটি অংশ হয়ে উঠেছে। প্রিমিয়াম ফোনের ক্রেতাদের মধ্যে অনেকেই ফোল্ডেবল স্মার্টফোনগুলিকে পছন্দের তালিকায় রাখছেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে, ফ্লিপ স্টাইলের ফোল্ডেবল ফোনগুলি আগের চেয়ে কম দামে কেনা গেলেও, বইয়ের মতো ভাঁজের ডিজাইনওয়ালা অর্থাৎ বুক স্টাইল ফোল্ডেবল ফোনগুলি এখনও ব্যয়বহুল। সেক্ষেত্রে আপনি যদি মিড-প্রিমিয়াম সেগমেন্টে অর্থাৎ তুলনামূলকভাবে সস্তায় এমনই একটি ফোল্ডেবল ফোন কিনতে চান, তাহলে Tecno Phantom V Fold 5G বেছে নিতে পারেন।

আসলে Tecno-র এই ফোনে বুক স্টাইলের ফোল্ডেবল ডিজাইন পাওয়া যায়, এটি 90 হাজার টাকার কাছাকাছি দামে লঞ্চ হয়েছিল। তবে এই মুহূর্তে ই-কমার্স জায়ান্ট Amazon India এমন আকর্ষণীয় অফার দিচ্ছে যে, আপনি Tecno Phantom V Fold 5G কিনে ফেলতে পারবেন 60 হাজার টাকার কম খরচে। বদলে পাবেন ভালো ডিসপ্লে-ক্যামেরা থেকে শুরু করে বিশাল ব্যাটারি, শক্তিশালী প্রসেসর ইত্যাদি ফিচার। চলুন তবে, দেখে নিই Tecno Phantom V Fold 5G ফোনের বর্তমান দাম এবং এর মূল ফিচারসমূহ।

বিশেষ ছাড়! 60 হাজারের কমে পাবেন Tecno Phantom V Fold 5G

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 5জি স্মার্টফোনের 12 জিবি এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ভারতে 88,888 টাকায় লঞ্চ হয়েছিল, এর এমআরপি (MRP) 1,09,999 টাকা। তবে অ্যামাজন ইন্ডিয়ায় এখন এটি 36% ডিসকাউন্টে 69,999 টাকায় মিলছে, যার ওপর 5,000 টাকার কুপন ডিসকাউন্ট অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত 2,750 টাকা পর্যন্ত ছাড় পাবেন।

এছাড়াও ফোনটি অর্ডার সময় পুরোনো হ্যান্ডসেট বদলে নিলে 52,550 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। মানে সব মিলিয়ে ফোনটি 60,000 টাকা বা তারও কমে কেনা যেতে পারে। তবে মনে রাখতে হবে যে, এই এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ নির্ভর করবে পুরোনো ফোনের বর্তমান ফিজিক্যাল কন্ডিশন, ব্র্যান্ড/মডেল, এরিয়া পিনকোড এবং কোম্পানির অন্যান্য পলিসির ওপর।

Tecno Phantom V Fold 5G-এর স্পেসিফিকেশন

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 5জি ফোনটিতে 7.8 ইঞ্চি 2K প্রাইমারি ডিসপ্লে এবং 6.42 ফুলএইচডি+ সেকেন্ডারি ডিসপ্লে বর্তমান, উভয়েই 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1100 নিটস পিক ব্রাইটনেসযুক্ত এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) প্যানেল বহন করে। এতে বুক স্টাইল ফোল্ড ডিজাইনের পাশাপাশি অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়েছে কোম্পানি। এদিকে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+ প্রসেসর, যার সাথে আছে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের কথা বললে, ডিভাইসটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে 5,000 এমএএইচ ব্যাটারির দেখা মিলবে।

একইভাবে ফটোগ্রাফির জন্য এই ফোল্ডেবল স্মার্টফোনটিতে থাকবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল আউটার ও 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা কাজে লাগানো যাবে। অর্থাৎ এটিতে মোট 5টি ক্যামেরা আছে। এছাড়া টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 5জি-তে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও উপলব্ধ।

Show Full Article
Next Story