ভারতের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোনের প্রি-বুকিং শুরু, 5000 টাকার উপহার সহ পাবেন স্ক্রিন ভাঙলে পাল্টানোর সুযোগ

Tecno সম্প্রতি ভারতে তাদের প্রথম ও সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন Phantom V Fold লঞ্চ করেছিল। এই ফোনে রয়েছে ৭.৮ ইঞ্চি...
techgup 22 April 2023 8:33 PM IST

Tecno সম্প্রতি ভারতে তাদের প্রথম ও সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন Phantom V Fold লঞ্চ করেছিল। এই ফোনে রয়েছে ৭.৮ ইঞ্চি ফোল্ডেবল স্ক্রিন, যা ক্রিজ ফ্রি বলে দাবি করেছে সংস্থাটি। আজ থেকে ভারতে এর প্রি-বুকিং শুরু হয়েছে। যেসমস্ত ক্রেতা Tecno Phantom V Fold প্রি-বুকিং করবেন তারা ৫০০০ টাকার উপহার পাবেন। আসুন ফোনটির দাম, অফার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Tecno Phantom V Fold এর স্পেসিফিকেশন ও ফিচার

Tecno Phantom V Fold ফোনে রয়েছে ৭.৮ ইঞ্চির ২কে এলটিপিও অ্যামোলেড প্রাইমারি ডিসপ্লে, যার রেজোলিউশন ২২৯৬×২০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আবার সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে এতে দেওয়া হয়েছে ৬.৪২ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড স্ক্রিন, যার রেজোলিউশন ১০৮০×২৫৫০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ চিপসেট এবং ১২ জিবি র‌্যাম সহ এসেছে।

ডুয়েল-সিমের এই ফোল্ডেবল স্মার্টফোনটিতে সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে এফ / ১.৮ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ / ২.২ অ্যাপারচারসহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট টেলিফটো ক্যামেরা রয়েছে।

আবার বাইরের ডিসপ্লেতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল সেলফি শ্যুটার এবং ভিতরে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ৫জি স্টেরিও স্পিকার সহ এসেছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

Tecno Phantom V Fold 5G এর দাম ও অফার

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ৫জি ফোনের ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৮৮,৮৮৮। স্মার্টফোনটি ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে এসেছে। টেকনোর তরফে জানানো হয়েছে যে, যারা ডিভাইসটি প্রি-বুক করবেন তাদের ৫,০০০ টাকার উপহার দেওয়া হবে। এছাড়া দুই বছরের ওয়ারেন্টি, বিনামূল্যে পিক অ্যান্ড ড্রপ সহ ছয় মাস পর্যন্ত ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা মিলবে।

Show Full Article
Next Story