ফাঁস হওয়া ভিডিয়ো Tecno-র প্রথম ফোল্ডেবল ফোনের ডিজাইন প্রকাশ্যে আনল, এ মাসেই লঞ্চ

টেকনো (Tecno) তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে, আসন্ন Tecno Phantom V Fold বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন প্রিমিয়াম ফোল্ডেবল হ্যান্ডসেটটি ফেব্রুয়ারি মাসের শেষের…

টেকনো (Tecno) তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে, আসন্ন Tecno Phantom V Fold বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন প্রিমিয়াম ফোল্ডেবল হ্যান্ডসেটটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাজারে আত্মপ্রকাশ করবে বলেও শোনা যাচ্ছে। যদিও, টেকনো আনুষ্ঠানিকভাবে এখনও লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। তবে তার আগেই, Phantom সিরিজের ফোল্ডেবল ফোনটির সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। Tecno Phantom V Fold-এর লাইভ ইমেজ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আর এখন, একটি সূত্র মারফৎ আসন্ন ফোল্ডেবল হ্যান্ডসেটটির লাইভ ভিডিও সামনে এসেছে, যা এর সম্পূর্ণ ডিজাইনটি প্রদর্শন করছে। ফাঁস হওয়া ভিডিওটি ফোনের ফোল্ডেবল ডিসপ্লেও প্রকাশ করেছে। আসুন তাহলে Tecno Phantom V Fold সম্পর্কে কি কি জানা গেছে, দেখে নেওয়া যাক।

ফাঁস হল Tecno Phantom V Fold-এর লাইভ ভিডিও

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড-এ স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪-এর মতো ফোল্ডিং মেকানিজম আছে। ফোনটি চলতি মাসের শেষের দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। টিপস্টার সুধাংশু আম্ভোরের শেয়ার করা লাইভ ভিডিও অনুসারে, ফ্যান্টম ভি ফোল্ড-এর একটি ক্রিম কালার ভ্যারিয়েন্ট থাকবে। এর রিয়ার প্যানেলের কেন্দ্রে একটি বিশাল বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে, যার ভেতরে ট্রিপল-ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে।

ভিডিওটি আরও প্রকাশ করেছে যে, ফ্যান্টম ভি ফোল্ড-এর ফোল্ডেবল ডিসপ্লের ডান দিকের ওপরের কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট থাকবে। আর এর বাইরের দিকে, পাঞ্চ-হোল কাটআউট সহ একটি লম্বা কভার ডিসপ্লে অবস্থান করবে। তবে, ডিসপ্লের দৈর্ঘ্য অজানা। ভিডিওতে স্ক্রিনের ক্রিজটি পাশ থেকে দৃশ্যমান, যা ফোল্ডেবল ফোনের ডিসপ্লেগুলির একটি বৈশিষ্ট্য হিসাবে রয়ে গেছে। যদিও, ওপ্পো (Oppo) এবং স্যামসাং (Samsung) তাদের ফোল্ডেবল ডিভাইসগুলিতে ক্রিজটিকে কম দৃশ্যমান করার চেষ্টা করে।

এছাড়া, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড-এর ফ্রেমটি ফ্ল্যাট হবে এবং এর বাম দিকে কিছু থাকবে না। কিন্তু ডান প্রান্তে ভলিউম বাটন এবং পাওয়ার বাটনটি দেখা যাবে। এই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এম্বেড করা থাকবে। ওপরের প্রান্তে, কিছু কাটআউট দেখা গেছে, যা সেকেন্ডারি স্পিকারের জন্য হতে পারে। নীচের অংশে প্রাইমারি স্পিকার এবং ইউএসবি টাইপ-সি পোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

যদিও, Tecno Phantom V Fold-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলি আপাতত অজানাই রয়েছে, তবে সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, এই ফোনটি আগামী ২৮ ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। এটি ভারতেও আত্মপ্রকাশ করতে পারে। Phantom V Fold-এর সাথে, টেকনো বাণিজ্যিকভাবে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে এমন স্মার্টফোন ব্র্যান্ডগুলির “এলিট” লিস্টে যোগ দেবে।

এখনও পর্যন্ত যে কয়েকটি কোম্পানি ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে, তাদের মধ্যে রয়েছে স্যামসাং, ওপ্পো, হুয়াওয়ে, মোটোরোলা এবং শাওমি। অ্যাপল এবং ওয়ানপ্লাস-এর মতো প্রিমিয়াম ব্র্যান্ডগুলিও তাদের নিজস্ব ফোল্ডেবল ফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে, তবে সেগুলির লঞ্চ টাইমলাইন এখনও জানা যায়নি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন