Tecno Phantom V2 Sale: ভারতের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোনের সেল শুরু, আজ কিনলে 20 হাজার টাকা ডিসকাউন্ট

টেকনো ভারতের বাজারে নতুন ফোল্ডেবল স্মার্টফোন লাইনআপ টেকনো ফ্যান্টম V2 সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে Tecno Phantom V Fold 2 এবং Phantom V Flip 2 অন্তর্ভুক্ত রয়েছে এবং উভয়ই অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে কেনা যাবে। আজ থেকে এদের সেল শুরু হবে। সেল অফার হিসেবে ক্রেতারা 20 হাজার টাকার কুপন ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফারের সুবিধা পাবেন।

Suman Patra 13 Dec 2024 9:55 AM IST

টেকনো ভারতের বাজারে নতুন ফোল্ডেবল স্মার্টফোন লাইনআপ টেকনো ফ্যান্টম V2 সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে Tecno Phantom V Fold 2 এবং Phantom V Flip 2 অন্তর্ভুক্ত রয়েছে এবং উভয়ই অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে কেনা যাবে। আজ থেকে এদের সেল শুরু হবে। সেল অফার হিসেবে ক্রেতারা 20 হাজার টাকার কুপন ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফারের সুবিধা পাবেন। ভারতের সবচেয়ে সস্তা ফোল্ডেবল স্মার্টফোন সিরিজ হল টেকনো ফ্যান্টম V2।

এই ডিভাইস দুটিতে টেকনো এআই ফিচার সাপোর্ট করবে এবং এতে ফ্যান্টম ভি-পেনও ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফিচার যেমন সার্কেল টু সার্চ, ইমেজ টু টেক্সট, এআই ম্যাজিক রিমুভাল, এআই ক্যালকুলেশন, এআই ইমেজ কাটআউট এবং এআই রাইটিং। এছাড়া এয়ারসেল প্রযুক্তির বড় ব্যাটারিও এগুলিতে ব্যবহার করা হয়েছে।

প্রথম সেলে Tecno Phantom V Fold 2 এবং Phantom V Flip 2 ফোল্ডেবল ফোনের দাম

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 এবং ফ্যান্টম ভি ফ্লিপ 2 উভয় ফোন অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে আজ ১৩ ডিসেম্বর দুপুর ১২টায় কেনার জন্য উপলব্ধ হবে। অন্যান্য ফোল্ডেবল ডিভাইসের তুলনায় এসব ডিভাইসের দাম কম রাখা হয়েছে। ক্রেতারা Tecno Phantom V Fold 2 ডিভাইসে 79,999 টাকায় এবং ফ্যান্টম V Flip 2 মডেলটি 34,999 টাকায় কিনতে পারবেন।

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 এর স্পেসিফিকেশন

এই ফোল্ডেবল ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ 7.5-ইঞ্চি 2K LTMO AMOLED ডিসপ্লে আছে। বাইরের দিকে, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট এবং গরিলা গ্লাস ভিক্টাস 2 সুরক্ষা সহ 6.42-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস ছাড়াও হাই-রেস অডিও সাপোর্ট করবে।

এর ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পোর্ট্রেট ও 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সামনে দুটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ডিভাইসের 5750mAh এয়ারসেল ব্যাটারি দেওয়া হয়েছে, যা 70W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ 2 এর ফিচার

টেকনো ফ্লিপ ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.9-ইঞ্চি ফুল HD+ LTPO AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট সহ 3.64-ইঞ্চি AMOLED কভার ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 প্রসেসর দ্বারা চালিত এবং এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ডিভাইসে পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ডিভাইসে 4720mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 70W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক HiOS কাস্টম অপারেটিং সিস্টেম সহ চলবে।

Show Full Article
Next Story