Tecno Phantom X: ফিচারে ঠাসা টেকনো ফ্যান্টম এক্স বাজারে এল, ক্রেতারা পাবেন আকর্ষণীয় গিফট
Tecno Phantom X সংস্থার সবচেয়ে প্রিমিয়াম ফোন হিসেবে ভারতে লঞ্চ হল। এদেশে ফোনটির দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কাছাকাছি।...Tecno Phantom X সংস্থার সবচেয়ে প্রিমিয়াম ফোন হিসেবে ভারতে লঞ্চ হল। এদেশে ফোনটির দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কাছাকাছি। নয়া এই মিড রেঞ্জ ফোনে আছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল সেলফি ক্যামেরা ও ৯০ হার্টজ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আবার ফোনটি মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ও ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা এইচডি ক্যামেরা মোড সহ এসেছে। দামের নিরিখে Tecno Phantom X এর সাথে Vivo V23e 5G, Samsung Galaxy M53 5G, Oppo F21 Pro এর প্রতিদ্বন্দ্বিতা চলবে।
Tecno Phantom X এর দাম ও সেল অফার
টেকনো ফ্যান্টম এক্স ফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ২৫,৯৯৯ টাকা। ফোনটি সামার সানসেট ও আইসল্যান্ড ব্লু কালারে পাওয়া যাবে। আগামী ৪ মে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ফোনটি কেনা যাবে।
কোম্পানির তরফে জানানো হয়েছে যে Tecno Phantom X যারা কিনবেন, তারা বিনামূল্যে ২,৯৯৯ টাকার ব্লুটুথ স্পিকার পাবেন। আবার ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধাও পাওয়া যাবে।
Tecno Phantom X এর স্পেসিফিকেশন ও ফিচার
টেকনো ফ্যান্টম এক্স ফোনে আছে কনিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৩৪০ পিক্সেল) কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৯.৫:৯ এসপেক্ট রেশিও অফার করবে। আবার ডিসপ্লের মধ্যে পাওয়া যাবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Tecno Phantom X অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর সহ এসেছে, সাথে আছে মালি জি৭৬ জিপিইউ। এই ফোনে স্মার্ট কুলিং সিস্টেম উপস্থিত। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র্যাম (LPDDR4X) এবং ২৫৬ জিবি স্টোরেজ (UFS 2.1) সহ এসেছে। আবার এই ফোনে ৫ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরার কথা বললে, Tecno Phantom X ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ১৩ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর। এই রিয়ার ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা এইচডি মোড, সুপার নাইট মোড ও বাস্ট মোড সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফ্রন্ট ক্যামেরা হিসাবে ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে। এর সাথে থাকবে ডুয়েল ফ্ল্যাশ।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, এই ব্যাটারি ২০ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।