স্মার্টফোনের জগতে আলোড়ন সৃষ্টি করা Tecno Phantom X2 Pro বাস্তবে কতটা টেকসই

গত জানুয়ারিতে Tecno Phantom X2 Pro রিট্র্যাক্টেবল পোর্ট্রেট লেন্স যুক্ত প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে আত্মপ্রকাশ...
Ananya Sarkar 23 Jun 2023 5:33 PM IST

গত জানুয়ারিতে Tecno Phantom X2 Pro রিট্র্যাক্টেবল পোর্ট্রেট লেন্স যুক্ত প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে আত্মপ্রকাশ করেছিল। এই ফোনের প্রধান ক্যামেরাটিই হল মুখ্য আকর্ষণ, কারণ এটি ডিজিট্যাল ক্যামেরার মতো জুম ইন এবং জুম আউট করার সময় ক্যামেরা মডিউল থেকে সামনের দিকে এগিয়ে বা পিছিয়ে যায়। এই ধরনের উদ্ভাবনী ক্যামেরা প্রযুক্তির সাথে Phantom X2 Pro যথেষ্ট সাড়া পেয়েছে। তবে এখন বিখ্যাত ইউটিউব চ্যানেল জেরিরিগএভরিথিং (JerryRigEverything) এই হাইপ সৃষ্টি করা টেকনো ফোনটির স্থায়িত্ব পরীক্ষা করেছে। কিন্তু এই প্রিমিয়াম স্মার্টফোনের ওপর করা উচ্চমানের স্ট্রেস পরীক্ষার ফলাফল অবশ্য খুব একটা সন্তোষজন হয়নি৷ কি কি তথ্য উঠে এল এই ডিউরাবিলিটি টেস্ট থেকে, আসুন জেনে নেওয়া যাক।

সামনে এল Tecno Phantom X2 Pro ডিউরাবিলিটি টেস্টের ফলাফল

টেক ইউটিউব চ্যানেল জেরিরিগএভরিথিং যে কোনও স্মার্টফোনের স্থায়িত্ব নির্ধারণের জন্য একটি মানদন্ড হয়ে উঠেছে। এটি একটি ডিভাইস সম্পর্কে সমস্ত হাইপকে একদিকে সরিয়ে তার সঠিক এবং স্বচ্ছ মূল্যায়ন প্রদান করে। ফ্যান্টম এক্স ২ প্রো-এর ডিউরাবিলিটি টেস্ট থেকে পাওয়া সিদ্ধান্তটি ইঙ্গিত দেয় যে, এই স্মার্টফোনের গ্রাউন্ড-ব্রেকিং ডিজাইনটি নিছকই কোম্পানির একটি চালাকি হতে পারে।

জেরিরিগএভরিথিং-এর সঞ্চালক, জ্যাক নেলসন উল্লেখ করেছেন যে স্মার্টফোনের পোর্ট্রেট ফটোগ্রাফি ইউজ-কেসে একটি সেকেন্ডারি ডেপথ-সেন্সিং ক্যামেরার প্রয়োজন। এটি ফোনের ইউজার ইন্টারফেসেও নির্দেশিত ছিল। এছাড়াও, যে মোটরটি রিট্র্যাক্টেবল লেন্সকে সামনে ও পিছনে সরানোর কাজ করে, সেটিও আঙুল দ্বারা সহজেই বাধাপ্রাপ্ত হয়।

আবার, ফ্যান্টম এক্স ২ প্রো রিয়ার প্যানেলটি ৪৮% রিসাইকেল করা সামুদ্রিক প্লাস্টিক থেকে তৈরি করা হয়েছে। কিন্তু দেখা গেছে যে এই উপাদানটি সহজেই আঠালো পদার্থ আকর্ষণ করে। তবে ডিভাইসটি কিছু পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণও হয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত টেকনো ফোনটিতে একটি গরিলা গ্লাস ভিকটাস স্ক্রিন এবং একটি ধাতব মিড-ফ্রেম রয়েছে। এগুলি ফ্যান্টম এক্স২ প্রোকে স্ক্র্যাচ, বেন্ড এবং বার্ন টেস্টে অক্ষত রাখতে সক্ষম করেছে।

Show Full Article
Next Story