অতি সাশ্রয়ী মূল্যে আসছে Tecno POP 9 5G ও Tecno POP 9 4G স্মার্টফোন, কখন লঞ্চ হবে জানুন
Tecno POP 9 5G ফোনের কথা বললে, এটি ৪জি সংস্করণ থেকে অনেকটাই আলাদা হবে। নাম অনুসারে, পপ ৯ ৫জি মডেলে ৫জি প্রসেসর থাকবে।
টেকনো তাদের সাশ্রয়ী মূল্যের Tecno POP 9 সিরিজের ফোনের উপর কাজ শুরু করেছে। আইএমইআই ডাটাবেসে এই সিরিজের নতুন দুটি স্মার্টফোনকে খুঁজে পাওয়া গেছে। উল্লেখ্য পপ সিরিজের মাধ্যমে সাশ্রয়ী মূল্যের ফোন বাজারে আনে টেকনোর। আশা করা যায় Tecno POP 9 সিরিজের এই নতুন স্মার্টফোন দুটি তার ব্যতিক্রম হবে না।
Tecno POP 9 সিরিজ সম্পর্কে কি কি তথ্য উঠে এল
স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা বাড়াতে চায় টেকনো। যেকারণে সংস্থাটি শীঘ্রই সাশ্রয়ী মূল্যে টেকনো পপ ৯ সিরিজের ফোন বাজারে আনতে চলেছে। পিওপি ৯ সিরিজের নতুন দুটি স্মার্টফোনকে খুঁজে পেয়েছে গিজমোচায়না। মনে করা হচ্ছে এই দুটি ডিভাইস হল - টেকনো পপ ৯ ৪জি ও পপ ৯ ৫জি। এরমধ্যে টেকনো পপ ৯ ৪জি স্মার্টফোনে সম্ভবত পূর্বসূরি টেকনো পপ ৮ এর মতোই স্পেসিফিকেশন থাকবে।
টেকনো পপ ৯ ৫জি ফোনের কথা বললে, এটি ৪জি সংস্করণ থেকে অনেকটাই আলাদা হবে। নাম অনুসারে, পপ ৯ ৫জি মডেলে ৫জি প্রসেসর থাকবে। কিন্তু এতে কোন প্রসেসর দেওয়া হবে তা স্পষ্ট নয়। আপাতত শুধু ডিভাইসটির মডেল নম্বর প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, টেকনো পপ ৮ সিরিজ ২০২৩ সালের অক্টোবরে লঞ্চ হয়েছিল। আশা করা হচ্ছে যে নতুন পপ ৯ সিরিজটিও ২০২৪ সালের অক্টোবরে বাজারে আসবে। আসুন টেকনো পপ ৮ এর ফিচারগুলি দেখে নেওয়া যাক।
টেকনো পপ ৮ এর ফিচার
টেকনোর এই স্মার্টফোনটি ইউনিসোক টি৬০৬ প্রসেসর দ্বারা চালিত। এটি ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যায়। এই ডিভাইসে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সাশ্রয়ী মূল্যের ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ (গো সংস্করণ) অপারেটিং সিস্টেমে চলে।
Tecno POP 9 5G ফোনের কথা বললে, এটি ৪জি সংস্করণ থেকে অনেকটাই আলাদা হবে। নাম অনুসারে, পপ ৯ ৫জি মডেলে ৫জি প্রসেসর থাকবে।