Tecno POP 9 5G ভারতে ১০ হাজার টাকার কম দামে সেরা স্মার্টফোন হিসেবে লঞ্চ হল, রয়েছে Sony ক্যামেরা

Tecno POP 9 5G আজ অর্থাৎ অর্থাৎ ২৪ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ১০,০০০ টাকার কম। তাই যারা এই মুহূর্তে ১০...
techgup 24 Sept 2024 3:47 PM IST

Tecno POP 9 5G আজ অর্থাৎ অর্থাৎ ২৪ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ১০,০০০ টাকার কম। তাই যারা এই মুহূর্তে ১০ হাজার টাকার কমে 5G ফোন খোঁজ করছেন তাদের জন্য এটি আদর্শ বিকল্প হতে পারে। Tecno POP 9 5G স্মার্টফোনে আছে পাঞ্চ হোল ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

টেকনো স্পার্ক ৯ ৫জি এর দাম (Tecno POP 9 5G Price in india)

টেকনো স্পার্ক ৯ ৫জি এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৪৯৯ টাকা। আর এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৯,৯৯৯ টাকা। এটি তিনটি কালারে পাওয়া যাবে - মিডনাইট শ্যাডো, অ্যাজুওর স্কাই, অরোরা ক্লাউড।

আগামী ৭ অক্টোবর অ্যামাজন থেকে Tecno POP 9 5G এর সেল শুরু হবে। এই সেলে ডিভাইসটির সাথে ১,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ফোনের সাথে দুটি ব্যাক কভার দেওয়া হবে।

টেকনো স্পার্ক ৯ ৫জি এর স্পেসিফিকেশন ও ফিচার

Tecno POP 9 5G এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। পারফরম্যান্সের জন্য এই ফোনে ৬ এনএম প্রক্রিয়ায় তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর, ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ভার্চুয়াল র‌্যাম দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে পাওয়া যাবে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে, টেকনো পপ ৯ ৫জি ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 প্রাইমারি সেন্সর ও এআই লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর এই স্মার্টফোন আইপি৫৪ রেটিং সহ এসেছে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।

পাওয়ার ব্যাকআপের জন্য টেকনো স্পার্ক ৯ ৫জি স্মার্টফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্পিকার সেটআপ উপস্থিত। আর এই টেকনো ডিভাইসে NFC সাপোর্ট করবে। ভারতে ১০ হাজার টাকার কমের কোনো ফোনে NFC ফিচার নেই। টেকনো স্পার্ক ৯ ৫জি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইওএস ১৪ সফটওয়্যারে চলবে।

Show Full Article
Next Story