Tecno Pop 9 5G: ১০ হাজার টাকার কমে Sony ক্যামেরা সহ ৫জি ফোন আনছে টেকনো
আগামী ২৪ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে Tecno Pop 9 5G। যারা ১০ হাজার টাকার কমে নতুন 5G ফোন খোঁজ করছেন তাদের জন্য এটি আদর্শ...আগামী ২৪ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে Tecno Pop 9 5G। যারা ১০ হাজার টাকার কমে নতুন 5G ফোন খোঁজ করছেন তাদের জন্য এটি আদর্শ হবে। ই-কমার্স সাইট অ্যামাজন ইতিমধ্যেই টেকনোর এই লেটেস্ট স্মার্টফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে এবং এখানে ডিভাইসটির বিশেষ কিছু ফিচার উল্লেখ হয়েছে। আসুন Tecno Pop 9 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Tecno Pop 9 5G এর ভারতে দাম রাখা হবে ১০ হাজার টাকার কম
দাম: টেকনো পপ ৯ ৫জি হবে ১০,০০০ টাকার মধ্যে ভারতে উপলব্ধ ২০২৪ সালের সেরা ৫জি ফোনগুলির মধ্যে অন্যতম। কারণ টেকনো নিশ্চিত করেছে যে ফোনটির দাম রাখা হবে X৪৯৯ টাকা, অর্থাৎ টেকনো পপ ৯ ৫জি ভারতে ৯,৪৯৯ টাকায় লঞ্চ হতে পারে।
Tecno Pop 9 5G আসবে ৪৮ মেগাপিক্সেল Sony AI ক্যামেরার সাথে
ক্যামেরা ও ব্যাটারি: অ্যামাজনের মাইক্রোসাইট থেকে জানা গেছে, টেকনো পপ ৯ ৫জি ফোনে ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 রিয়ার ক্যামেরা থাকবে। এই রেঞ্জের কোনো ফোনেই আমরা Sony ক্যামেরা সেন্সর ব্যবহার হতে দেখিনা। তবে টেকনো এবার সেই রীতি ভাঙতে চলেছে। আর এই স্মার্টফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।
Tecno Pop 9 5G ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর
প্রসেসর, র্যাম: আসন্ন টেকনো পপ ৯ ৫জি ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে ৬ এনএম প্রক্রিয়ায় তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর। ডিভাইসটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে : ৪ জিবি + ৬৪ জিবি এবং ৪ জিবি + ১২৮ জিবি। আবার এতে ৪ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে।
ডিসপ্লে: টেকনো পপ ৯ ৫জি স্মার্টফোনে পাঞ্চ-হোল কাটআউট ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ফ্ল্যাট এলসিডি ডিসপ্লে দেখা যাবে। আর এতে ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়াল স্পিকার সেটআপ থাকবে।
মাইক্রোসাইটে আরও বলা হয়েছে, Tecno Pop 9 5G ভারতে ১০ হাজার টাকার সেগমেন্টে প্রথম 5G ফোন হবে, যেখানে NFC সাপোর্ট করবে। আর জল এবং ধুলো লাগলেও ডিভাইসটি নষ্ট হবে না, কারণ এতে থাকবে আইপি৫৪ রেটিং।
এছাড়া Tecno Pop 9 5G আগামী ৪ বছরেরও বেশি সময় ধরে ল্যাগ-ফ্রি পারফরম্যান্স দেবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। আর ঘরের অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে এতে ইনফ্রারেড সেন্সরের সাপোর্টও পাওয়া যাবে।