৮ হাজার টাকার কমে TECNO POP 9 চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, ৪ দিন চলবে ব্যাটারি

Tecno Pop 9 এর দাম থাকবে xxx৯। অর্থাৎ নিশ্চিত যে এটি ১০,০০০ টাকার কমে কেনা যাবে। আমাদের অনুমান এটি ৭,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হবে। ফোনটি গ্লিটারি হোয়াইট, লাইম গ্রিন ও স্টাররেল ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Julai Mondal 18 Nov 2024 8:56 PM IST

TECNO POP 9 অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী ২২ নভেম্বর এই স্মার্টফোনের উপর থেকে পর্দা সরানো হবে। এটি গত সেপ্টেম্বরে আসা TECNO POP 9 5G এর 4G ভ্যারিয়েন্ট হবে। ফলে দুটি মডেলের প্রসেসরে পরিবর্তন দেখা যাবে। আবার এতে ভার্চুয়াল র‌্যাম, ডিটিএস অডিও ও বড় ডিসপ্লে দেখা যাবে। এছাড়া টেখনো নিশ্চিত করেছে যে এর দাম রাখা হবে ১০,০০০ টাকার কম। ভারতে এটি অ্যামাজন থেকে পাওয়া যাবে।

TECNO POP 9: ভারতে দাম

অ্যামাজনের মাইক্রোসাইটে জানানো হয়েছে যে, টেকনো পপ ৯ এর দাম থাকবে xxx৯। অর্থাৎ নিশ্চিত যে এটি ১০,০০০ টাকার কমে কেনা যাবে। আমাদের অনুমান এটি ৭,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হবে। ফোনটি গ্লিটারি হোয়াইট, লাইম গ্রিন ও স্টাররেল ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

টেকনো পপ ৯ এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে টেকনো পপ ৯ এর লঞ্চের তারিখ ২২ নভেম্বর জানানো হয়েছে। এটি মিডিয়াটেক হেলিও জি৫০ প্রসেসর সহ আসবে। এটি অক্টা কোর আর্কিটেকচারে নির্মিত, যেখানে কর্টেক্স এ৫৩ কোর থাকবে এবং ২.২ গিগাহার্টজ ক্লক স্পিড অফার করবে। ফোনটি ৬ জিবি র‌্যাম (ভার্চুয়াল র‌্যাম সহ) ও ৬৪ মেগাপিক্সেল ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। ডিভাইসটি ৩ বছর দুর্দান্ত পারফরম্যান্স দেবে বলে মাইক্রোসাইটে জানানো হয়েছে।

টেকনো পপ ৯ এর সামনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চি এলসিডি স্ক্রিন দেখা যাবে। এতে ডায়নামিক পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। হ্যান্ডসেটটি ডুয়েল স্টেরিও স্টেরিও সেটআপ সহ আসবে। ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১০০ ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম অফার করবে। এতে আইপি৫৪ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং থাকবে। আবার এর পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

Show Full Article
Next Story