7,000mah ব্যাটারির সঙ্গে আসছে Tecno Pova Neo 3 4G, লঞ্চের আগেই ফাঁস প্রচুর ফিচার্স

টেকনো (Tecno) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ক্যামেরা-কেন্দ্রিক Camon 20 Premier 5G ভারতে আগামী ৭ জুলাই লঞ্চ হবে। আবার ব্র্যান্ডটি গত বছর সেপ্টেম্বর মাসে আত্মপ্রকাশ…

টেকনো (Tecno) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ক্যামেরা-কেন্দ্রিক Camon 20 Premier 5G ভারতে আগামী ৭ জুলাই লঞ্চ হবে। আবার ব্র্যান্ডটি গত বছর সেপ্টেম্বর মাসে আত্মপ্রকাশ করা Pova Neo 2-এর উত্তরসূরি হিসাবে Tecno Pova Neo 3 এর উপর কাজ করছে। স্মার্টফোনটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) এবং গুগল প্লে কনসোলে (Google Play Console) দেখা গিয়েছে। এখন একটি রিপোর্টে Pova Neo 3 এর স্পেসিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে।

Tecno Pova Neo 3 4G: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

প্যাশনেটগিকজের দাবি, টেকনো পোভা নিও ৩ ৪জি-তে ১,৬৪০ × ৭২০ পিক্সেলের রেজোলিউশন সহ বড় ৬.৮২ ইঞ্চির আসাহি গ্লাস এলসিডি ডিসপ্লে থাকবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করা হবে, যা হেলিও জি৮৫ হতে পারে। প্রসেসরের সাথে ৪ জিবি/ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকবে বলেও জানা গেছে।

এছাড়া, মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে পোভা নিও ৩ ৪জি-এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস ৭.৬ (HiOS 7.6) ভার্সনে রান করবে। ফটোগ্রাফির জন্য, টেকনো পোভা নিও ৩ ৪জি-তে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে একটি ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স অন্তর্ভুক্ত থাকবে।

আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর থাকবে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, Tecno Pova Neo 3-এ দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এটি ফেস রিকগনিশন এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এনএফসি সাপোর্ট করবে। সবশেষে মেকা ব্ল্যাক এবং অ্যাম্বার গোল্ড কালার ভ্যারিয়েন্টে ফোনটি চলতি মাসেই লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন