লজ্জা পাবে রেডমি, Tecno Pova 4 আসছে ১৩ জিবি র‌্যাম ও ৬০০০ mAh ব্যাটারির সাথে

টেকনো (Tecno) শীঘ্রই তাদের পরবর্তী প্রজন্মের Pova সিরিজের স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ব্র্যান্ডটি...
Ananya Sarkar 3 Oct 2022 1:42 PM IST

টেকনো (Tecno) শীঘ্রই তাদের পরবর্তী প্রজন্মের Pova সিরিজের স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ব্র্যান্ডটি তাদের বর্তমান প্রজন্মের Pova 3 সিরিজের অধীনে একাধিক স্মার্টফোন ইতিমধ্যেই লঞ্চ করেছে, আর এখন Pova 4 সিরিজের সাথে লাইনআপটি রিফ্রেশ করার জন্য প্রস্তুত হচ্ছে। Tecno Pova 4 সিরিজটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে জানা গেছে। যদিও, টেকনো আনুষ্ঠানিকভাবে লঞ্চের বিষয়ে কোনও তথ্য নিশ্চিত করেনি। তবে, এখন একটি নতুন রিপোর্টের মাধ্যমে কয়েকটি মূল স্পেসিফিকেশন সহ Tecno Pova 4-এর লঞ্চ সংক্রান্ত বিবরণ প্রকাশ্যে এসেছে। আসুন ভারতে লঞ্চের আগে আপকামিং টেকনো ফোনটির সম্পর্কে যা যা তথ্য সামনে এল, সেগুলি দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Tecno Pova 4- মূল স্পেসিফিকেশন

নিউজঅনলি (NewzOnly) এর রিপোর্ট অনুযায়ী, টিপস্টার পারস গুগলানি একটি পোস্টারের মাধ্যমে আসন্ন টেকনো স্মার্টফোনের ডিজাইন এবং কালার অপশনগুলি প্রকাশ করেছেন। পোস্টার অনুযায়ী, এই হ্যান্ডসেটটি ব্লু, গ্রে এবং ব্ল্যাক কালার অপশনে লঞ্চ হবে। ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টটিতে আবার ডুয়েল-টোন লুকের জন্য রিয়ার প্যানেলের ওপরে অরেঞ্জ অ্যাকসেন্ট রয়েছে। এই ডিভাইসটির ডিজাইন সম্প্রতি লঞ্চ হওয়া টেকনো পোভা নিও ২-এর মতো।

এছাড়াও গুগলানি দাবি করেছেন যে, ফোনটি দীপাবলির সময়ে ভারতে আত্মপ্রকাশ করবে। যদিও, সঠিক লঞ্চের তারিখ এই মুহূর্তে অজানা। উল্লেখিত বিবরণ ছাড়াও, টিপস্টার প্রকাশ করেছেন যে পোভা ৪ একমাত্র ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে এবং এর ওপরে হাইওএস ৮.৬ (HiOS 8.6) কাস্টম স্কিনের একটি স্তর থাকবে।

প্রসঙ্গত, Tecno Pova 4-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৮২ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এটি ৫ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ/ম্যাক্রো সেন্সর অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Pova 4 ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story