Tecno pova 5 Free Fire Edition বাজেটের মধ্যে সেরা গেমিং ফোন হিসেবে লঞ্চ হল, রয়েছে 6000mAh ব্যাটারি

Tecno Pova 5 Free Fire Edition অবশেষে আজ লঞ্চ করা হল। নাম দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন যে,‌ এটি গেম ডেভলপার...
SUMAN 30 Jun 2023 2:38 PM IST

Tecno Pova 5 Free Fire Edition অবশেষে আজ লঞ্চ করা হল। নাম দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন যে,‌ এটি গেম ডেভলপার কোম্পানি Garena -এর জনপ্রিয় মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল গেম Free Fire -এর দ্বারা অনুপ্রাণিত। Tecno Pova 5 ফোনটির এই 'লিমিটেড' তথা 'স্পেশাল' এডিশনে অভিনব ব্যাক প্যানেল ডিজাইন লক্ষ্যণীয়, যার সংস্থা নাম দিয়েছে টার্বো মেচা (Turbo Mecha)। এক্ষেত্রে হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলে বেশকয়েকটি তির্যক লাইন বিদ্যমান, যা জনপ্রিয় 'সায়েন্স ফিকশন' ক্যারেক্টর মেচার কথা মনে করিয়ে দেয় আমাদের। এদিকে ফিচার হিসাবে আলোচ্য স্মার্টফোনে - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের IPS LCD ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, ৮ জিবি র‌্যাম এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে৷ চলুন নয়া Tecno Pova 5 Free Fire Edition স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Tecno Pova 5 Free Fire Edition এর দাম ও লভ্যতা

টেকনো পোভা ৫ ফ্রি ফায়ার এডিশন স্মার্টফোনের মূল্য এখনও জানানো হয়নি। তবে সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে আলোচ্য মডেলটিকে - দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকায় কেনার জন্য উপলব্ধ করা হবে। আর এটি - হারিকেন ব্লু, অ্যাম্বার গোল্ড এবং মেচা ব্ল্যাক কালার বিকল্পে পাওয়া যাবে।

Tecno Pova 5 Free Fire Edition স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো পোভা ৫ স্মার্টফোনের ফ্রি ফায়ার এডিশন -এ রয়েছে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে প্যানেল, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার অবস্থিত। আর ডিভাইসের পেছনে ডুয়েল ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ডেপ্থ লেন্স।

উন্নত পারফরম্যান্স সরবরাহের জন্য টেকনো ব্র্যান্ডের এই স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি র‌্যাম সহ এসেছে। আর পোভা ৫ সিরিজের এই হ্যান্ডসেটে তাপ নিয়ন্ত্রণের জন্য ভ্যাপার চেম্বার গ্রাফিন হিট সিঙ্ক উপস্থিত। অন্যান্য ফিচারের কথা বললে, এতে জেড-এক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর এবং ডিটিএস সাউন্ড টেকনোলজি সমর্থিত সহ ডুয়াল স্পিকার সিস্টেম পাওয়া যাবে।

পরিশেষে, Tecno Pova 5 Free Fire Edition স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সমর্থন করে। এক্ষেত্রে টেকনোর দাবি যে, ডিভাইসের ব্যাটারি মাত্র ২১ মিনিটের মধ্যে ৫০% পর্যন্ত এবং ৬০ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। জানিয়ে রাখি, ফোনটির রিটেল বক্সে চার্জিং অ্যাডাপ্টারও অন্তর্ভুক্ত করা হয়েছে।

Tecno Pova Neo 3 -এর স্পেসিফিকেশন

প্রসঙ্গত, Tecno Pova 5 স্মার্টফোনের স্পেশাল এডিশনের পাশাপাশি সংস্থাটি Tecno Pova Neo 3 নামের আরেকটি মডেলও লঞ্চ করেছে। ফিচার হিসাবে এতে ৬.৮২-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে মিলবে। পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৪ জিবি / ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। ছবি তোলার জন্য আলোচ্য মডেলে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে। আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। Tecno Pova Neo 3 স্মার্টফোনের কালার বিকল্পগুলি Pova 5 -এর অনুরূপ।

Show Full Article
Next Story