Tecno Pova 6 Pro বাজেট রেঞ্জে বাজার কাঁপাবে, 24 জিবি র‌্যামের সাথে পাবেন 6000mAh ব্যাটারি

Tecno আগামী 29 মার্চ Pova 6 Pro লঞ্চ করতে চলেছে। তবে লঞ্চের আগেই জানা গেছে যে এই ডিভাইসটি Amazon থেকে কেনা যাবে। কারণ আজ...
techgup 26 March 2024 2:22 PM IST

Tecno আগামী 29 মার্চ Pova 6 Pro লঞ্চ করতে চলেছে। তবে লঞ্চের আগেই জানা গেছে যে এই ডিভাইসটি Amazon থেকে কেনা যাবে। কারণ আজ এই ই-কমার্স সাইটটি Tecno Pova 6 Pro এর জন্য একটি মাইক্রো সাইট তৈরি করেছে। আর এখান থেকে ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে।

উল্লেখ্য, Tecno Pova 6 Pro গতমাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে লঞ্চ হয়েছিল। এই হ্যান্ডসেটে 6000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, আর এতে 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এই ফোনে 210 মিনি এলইডি বিডস সহ ডায়নামিক আই ডিজাইন দেখা যাবে।

এদিকে Amazon এর মাইক্রো সাইট থেকে জানা গেছে যে, টেকনো পোভা 6 প্রো ডিভাইসে 10 বিট অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1300 নিটস পিক ব্রাইটনেস ও ডায়নামিক পোর্ট 2.0 সাপোর্ট করবে। স্মার্টফোনটি 8 জিবি ও 12 জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট সহ পাওয়া যাবে এবং এতে 12 জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আবার এতে ডলবি অ্যাটমস অডিও সাপোর্ট সহ স্টেরিও স্পিকার সেটআপ থাকবে।

আবার টেকনো পোভা 6 Pro মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হবে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল পোট্রেট সেন্সর ও এআই লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর, 256 জিবি পর্যন্ত স্টোরেজ ও আইপি53 রেটিং সহ আসবে।

Show Full Article
Next Story