200 এলইডি লাইট সহ লঞ্চ Tecno Pova 6 Pro, 108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে পাবেন জাম্বো ব্যাটারি
Tecno Pova 6 Pro অবশেষে ভারতে লঞ্চ হল, যার দাম শুরু হয়েছে 19,999 টাকা থেকে। চলতি বছরে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস...Tecno Pova 6 Pro অবশেষে ভারতে লঞ্চ হল, যার দাম শুরু হয়েছে 19,999 টাকা থেকে। চলতি বছরে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে প্রথমবার এর উপর থেকে পর্দা সরানো হয়েছিল। নয়া এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি লাইট দেওয়া হয়েছে। সাথে রয়েছে 6000 এমএএইচ ব্যাটারি ও 108 মেগাপিক্সেল ক্যামেরা। আসুন Tecno Pova 6 Pro এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Tecno Pova 6 Pro Price in India (টেকনো পোভা 6 প্রো এর দাম)
Tecno Pova 6 Pro এর 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে 19,999 টাকা। আর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 21,999। তবে লঞ্চ অফার হিসেবে প্রথম সেলে এর উপর 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, যারপর স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে 17,999 টাকায় ও 19,999 টাকায় কেনা যাবে।
আগামী 4 এপ্রিল দুপুর 12 টায় অ্যামাজন থেকে টেকনো পোভা 6 প্রো কেনা যাবে। এর সাথে 4,999 টাকার উপহারও পাওয়া যাবে বলে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে।
Tecno Pova 6 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
টেকনো পোভা 6 প্রো এর পিছনে 200 এলইডি ব্যবহার করা হয়েছে, যা 100-র বেশি কাস্টমাইজেশনের সুবিধা দেবে। এতে সেমি ট্রান্সপারেন্ট ডিজাইন দেখা যাবে। ফোনটির সামনে দেখা যাবে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, যা 1300 নিটস ব্রাইটনেস ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে রয়েছে 12 জিবি পর্যন্ত র্যাম ও 256 জিবি স্টোরেজ। সাথে আছে 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Pova 6 Pro ফোনে 6,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। মাত্র 50 মিনিটে এর ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে।
ক্যামেরার কথা বললে, Tecno Pova 6 Pro মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 10এক্স জুম সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও এআই লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও 10 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট।