বাজেটের মধ্যে ৪ জিবি র‌্যাম সহ HD+ ডিসপ্লে, Tecno Spark 10C শীঘ্রই বাজারে আসছে

Tecno Spark 10C নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। সম্প্রতি ফোনটিকে গুগল প্লে কনসোলে (Google Play Console) দেখা গেছে।...
Julai Modal 22 Feb 2023 11:31 PM IST

Tecno Spark 10C নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। সম্প্রতি ফোনটিকে গুগল প্লে কনসোলে (Google Play Console) দেখা গেছে। এখানে ডিভাইসটি Kl5k মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে এবং এর কিছু মুখ্য ফিচার সামনে এসেছে। উল্লেখ্য, কোম্পানি Tecno Spark 9C নামে কোনো ফোন বাজারে আনবে না। তাই Spark 10C গতবছর ফেব্রুয়ারিতে আসা Tecno Spark 8C এর উত্তরসূরী হবে।

গুগল প্লে কনসোল থেকে জানা গেছে, আসন্ন টেকনো স্পার্ক ১০সি এইচডি প্লাস (৭২০ x ১৬১২ পিক্সেল) রেজোলিউশনের ডিসপ্লে অফার করবে। এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হবে ৩২০ ডিপিআই। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে ইউনিসক টি৬০৬ প্রসেসর। এই প্রসেসরে ১.৬হার্টজ ক্লক স্পিডের দুটি কর্টেক্স এ৭৫ কোর ও ৬টি কর্টেক্স এ৫৫ কোর রয়েছে।

এছাড়া জানা গেছে, টেকনো স্পার্ক ১০সি ফোনটি ৪ জিবি র‌্যাম সহ আসবে। যদিও আমরা আশা করছি এটি আরও কয়েকটি র‌্যাম ও স্টোরেজ অপশনের সাথে লঞ্চ হবে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অপারেটিং সিস্টেম থাকবে।

এছাড়া Tecno Spark 10C সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে আমরা আশা করতে পারি, শীঘ্রই একে আরও বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে ফোনটির ফিচার জানা যাবে। এছাড়া এটি বাজেট রেঞ্জে লঞ্চ হবে।

Show Full Article
Next Story