Tecno Spark 20 Pro 5G: সবচেয়ে কম দামে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ ১৬ জিবি র‌্যাম, পাবেন লোভনীয় অফার

টেকনো ভারতের বাজারে একের পর এক ফিচারে ভরপুর স্মার্টফোন লঞ্চ করছে। সম্প্রতি সংস্থাটি এনেছে বাজেট ফোন টেকনো স্পার্ক ২০...
Julai Modal 9 July 2024 3:14 PM IST

টেকনো ভারতের বাজারে একের পর এক ফিচারে ভরপুর স্মার্টফোন লঞ্চ করছে। সম্প্রতি সংস্থাটি এনেছে বাজেট ফোন টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ আসা হ্যান্ডসেটটি অ্যামাজনে প্রথম সেলে বিশেষ অফার সহ কেনা যাবে। এতে শক্তিশালী মিডিয়াটেক প্রসেসরের সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনে পাওয়া যাবে ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম।

টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি দাম এবং অফার

ভারতের বাজারে লেটেস্ট ৫জি স্মার্টফোনের বিক্রি শুরু হবে ১১ জুলাই। এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। আবার টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৬,৯৯৯ টাকা। সেল অফার হিসেবে এর সাথে ২,০০০ টাকা ক্যাশব্যাক অফার পাওয়া যাবে।

টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি এর স্পেসিফিকেশন

টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনে ৬.৭৮-ইঞ্চি এলটিপিএস ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসরের সাথে ১৬ জিবি (৮ জিবি ইনস্টল + ৮ জিবি ভার্চুয়াল) র‌্যাম দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইওএস ১৪ কাস্টম স্কিনে চলবে।

ক্যামেরা সেটআপের কথা বললে, টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনের ব্যাক প্যানেলে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ এসেছে, যা ৩৩ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ৩২ মিনিটেই ৫০ শতাংশ চার্জ হবে বলে দাবি করা হয়েছে। এই ফোনে ১০ ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story