Tecno Spark 20C: দেখতে অবিকল iPhone, লঞ্চের আগেই ফাঁস টেকনোর নয়া ফোনের ছবি

টেকনো গত বছর নভেম্বর মাসে বিশ্ববাজারে Tecno Spark 20C স্মার্টফোনটি লঞ্চ করেছিল। ব্র্যান্ডটি এবার ভারতের বাজারেও ডিভাইসটিকে নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছে। লঞ্চের আগে এখন…

টেকনো গত বছর নভেম্বর মাসে বিশ্ববাজারে Tecno Spark 20C স্মার্টফোনটি লঞ্চ করেছিল। ব্র্যান্ডটি এবার ভারতের বাজারেও ডিভাইসটিকে নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছে। লঞ্চের আগে এখন ফাঁস হওয়া লাইভ ইমেজ Tecno Spark 20C-এর রিয়ার প্যানেলের ডিজাইন এবং কালার অপশন তুলে ধরেছে। কি কি তথ্য উঠে এসেছে এই Tecno Spark ফোনটির সম্পর্কে, আসুন জেনে নেওয়া যাক।

Tecno Spark 20C-এর লাইভ ইমেজ ফাঁস হল

৯১মোবাইলস টেকনো স্পার্ক ২০সি-এর একটি লাইভ ইমেজ প্রকাশ করেছে। ছবিতে ফোনটিকে লেদার টেক্সচারযুক্ত ব্যাক প্যানেলের সাথে দেখা গেছে। সার রঙ হালকা সবুজ এবং লঞ্চের সময় আরও কালার অপশন বাজারে আসতে পারে। স্পার্ক ২০সি-এর চৌকো ক্যামেরা মডিউলটিতে গোল্ড-কালার ফিনিশ দেখা যাবে, যা স্মার্টফোনটিকে ডুয়েল-টোন লুক দেয়। ক্যামেরা মডিউলের মধ্যে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে।

Tecno-Spark-20C

পাওয়ার এবং ভলিউম রকার বাটন ফ্রেমের ডানদিকে অবস্থিত। এছাড়াও, রিপোর্টে বলা হয়েছে যে টেকনো স্পার্ক ২০সি হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং ফিচার সহ আসবে। যদিও, টেকনোর আসন্ন স্পার্ক সিরিজের ফোনটি কবে ভারতে লঞ্চ হবে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে, এটি খুব শীঘ্রই এদেশের বাজারে পা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, Tecno Spark 20C ভারতে তার গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো একই স্পেসিফিকেশন অফার করে কিনা, সেটাই এখন দেখার। গ্লোবাল মডেলে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি এআই (AI) লেন্স রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পারফরম্যান্সের ক্ষেত্রে, বিশ্ববাজারে লঞ্চ হওয়া Spark 20C অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা ৪ জিবি/ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Tecno Spark 20C-এ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান।